মাহমুদউল্লাহদের আত্মবিশ্বাস বাড়াতে পাকিস্তানে যাবেন বিসিবি সভাপতি

আজ পাকিস্তান সফরের ব্যাপারে কথা বলেছেন বিসিবি সভাপতি। ছবি: প্রথম আলো
আজ পাকিস্তান সফরের ব্যাপারে কথা বলেছেন বিসিবি সভাপতি। ছবি: প্রথম আলো

‘ওদের অনুভূতি বোঝার চেষ্টা করলাম, বুঝলাম যে না, ওরা সবাই চাঙা আছে’—আজ খেলোয়াড়দের সঙ্গে কথা বলে এমনটাই মনে হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আজ তিন দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের অনুশীলন দেখতে মাঠে এসেছিলেন নাজমুল। খেলোয়াড়দের আশ্বস্ত করেছেন পাকিস্তান সফর নিয়ে কোনো চিন্তা নেই, ‘এটা নিয়ে চিন্তার কিছু নেই (নিরাপত্তা)। খেলা নিয়ে চিন্তা করো। মাথার মধ্যে এ রকম একটা চিন্তা থাকলে তো স্বাভাবিক খেলা যায় না। মানসিক প্রশান্তি ছাড়া ক্রিকেট খেলা অনেক কঠিন। টি-টোয়েন্টি এমনি খুব চিন্তার খেলা। প্রতি সেকেন্ডে খেলা ঘুরে যায়। এটাই ওদের বললাম যে ঠান্ডা মাথায় খেলবে। ইনশা আল্লাহ কিচ্ছু হবে না। আমি যাব (পাকিস্তানে)। একসঙ্গে থাকব, একসঙ্গে খাব। কোনো অসুবিধা নেই।’

আজ অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে দেখা করে তাঁদের সফরের ব্যাপারে উৎসাহিত করার চেষ্টা করেছেন বিসিবি সভাপতি, ‘ক্রিকেটারদের আত্মবিশ্বাসের জন্য এসেছি আজ। যাচ্ছিও (পাকিস্তানে) সেটার জন্যই।’

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, লাহোরে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে মোতায়েন করা হবে ১০ হাজার পুলিশ। বিসিবি সভাপতি জানিয়েছেন, শুধু পাকিস্তানি নিরাপত্তাবাহিনী নয়, বাংলাদেশের দুটি গোয়েন্দা সংস্থার সদস্যরাও দলের সঙ্গে থাকবেন।

নিরাপত্তা নিয়ে অনেক কথাই তো হলো। নাজমুল এখন চোখ রাখতে চাইছেন খেলায়। বিসিবি সভাপতি আশাবাদী, বাংলাদেশ পাকিস্তান সফরে ভালো করবে, ‘এটা একটা ভালো সিরিজ হবে। ওরাও আশা করছে খুব ভালো সিরিজ হবে, আমরাও আশা করছি। জেতা উচিত বাংলাদেশের। এটি একটি ভালো সিরিজ হবে।’