'মেরে মেরে অস্ট্রেলিয়ার বোলারদের ভর্তা বানিয়েছে রোহিত'

রোহিতে মুগ্ধ শোয়েব। ছবি: এএফপি
রোহিতে মুগ্ধ শোয়েব। ছবি: এএফপি
>রোহিত-কোহলির ব্যাটের জাদুতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারত। সেই জাদুতে মজেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারও

প্রথম ম্যাচে হেরে গিয়েও পরের দুই ম্যাচ দোর্দণ্ড প্রতাপে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে ভারত। আর এই সিরিজ জয়ের মূল কারিগর ওপেনার রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলি। ফলে আরেক দফা সবাই মেতেছেন কোহলি আর রোহিতের স্তুতিতে। সেই স্তুতিতে যোগ দিয়েছেন সাবেক পাকিস্তানি পেস তারকা শোয়েব আখতারও।

ভারতের দুই সেরা ব্যাটসম্যান কাল দ্বিতীয় উইকেটে গড়েন ১৩৭ রানের জুটি। ১১০ বলে ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি তুলে নেওয়া রোহিত ১২৮ বলে আট চার ও ছয় ছক্কায় ১১৯ রান করে তারপর থামেন। ওদিকে সেঞ্চুরি না পেলেও রোহিতকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন কোহলি। তাঁর ৯১ বলে ৮৯ রানের ইনিংসে ছিল আটটি চারের মার।

এই দুজনের এমন নির্ভীক ব্যাটিংয়েই মুগ্ধ হয়েছেন শোয়েব আখতার। বিশেষ করে রোহিতের, ‘রোহিত যখন ছন্দে থাকে, বল ভালো আসল নাকি খারাপ, সে কোনো তোয়াক্কা করে না। ও স্বাভাবিকভাবেই এমন। চিন্নাস্বামীর মতো পিচে ও সব সময়েই দুর্দান্ত। নিজেদের ওষুধের স্বাদ নিজেরাই পেল অস্ট্রেলিয়া। ওদের নিজেদের যখন ভালো দল ছিল, তখন ওরাও এভাবে খেলত। এখন দিন বদলে গেছে। অস্ট্রেলিয়ার বোলারদের মেরে মেরে একদম ভর্তা বানিয়ে দিয়েছে রোহিত!’

ওদিকে ‘নেতা’ কোহলিরও সুনাম করেছেন শোয়েব, ‘বিরাট কোহলি একজন অসাধারণ নেতা। মানসিকভাবে ও অনেক শক্ত। ও খুব ভালোভাবেই জানে কীভাবে ফিরে আসতে হয়। ওর দলের খেলোয়াড়েরাও জানে সেটা। এরা একবার হারলে মুষড়ে পড়ে না। ঘুরে দাঁড়ায়। তার ওপর ওর দলে লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ারের মতো খেলোয়াড় আছে। বেঙ্গালুরুর মাঠে প্রতিপক্ষকে ৩০০ রানের কমে আউট করে দেওয়ার পর যারা জানে কীভাবে সেই রান ধাওয়া করে জিততে হয়।’