'টেনশন নেই', পাকিস্তানে রওনা দেওয়ার আগে ক্রিকেটাররা

লাহোরের উড়ানে ওঠার আগে সতীর্থদের নিয়ে মোস্তাফিজের সেলফি। ছবি: ফেসবুক
লাহোরের উড়ানে ওঠার আগে সতীর্থদের নিয়ে মোস্তাফিজের সেলফি। ছবি: ফেসবুক

আজ রাত আটটায় ভাড়া করা বিশেষ বিমানে লাহোরে রওনা দিয়েছে বাংলাদেশ দল। আলোচিত পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দলের সদস্যরা জানিয়ে গেলেন টি-টোয়েন্টি সিরিজে নিজেদের সম্ভাবনা আর স্বপ্নের কথা—

রাসেল ডমিঙ্গো, কোচ
‘আমরা জিততে চাই। আমরা জিততে চাই।’

আকরাম খান, বিসিবি পরিচালক
‘সব সফরেই চ্যালেঞ্জ থাকে। সব সময় বাংলাদেশ ভালো খেলতে চায়। আমরাও চাই দল ভালো খেলুক। মানসিকভাবে তৈরি হতে এবার অনেক কম সময় পেয়েছে ক্রিকেটাররা। পাকিস্তানে ক্রিকেটের জন্য দারুণ পরিবেশ আছে। (আগে) আমরা অনেক ক্রিকেট খেলেছি সেখানে। দল হিসেবে খেললে ভালো করব আশা করি।’

সৌম্য সরকার, ক্রিকেটার
‘হ্যাঁ, অবশ্যই দায়িত্ব নিয়ে আমাকে খেলতে হবে। যে দায়িত্ব থাকবে, সেই অনুযায়ী খেলার চেষ্টা করব। চেষ্টা করব শত ভাগ দিতে। কোনো টেনশন কাজ করছে না। চিন্তা করলে এটা বাড়বেই। তাই চিন্তা করছি না।’

মোহাম্মদ মিঠুন, ক্রিকেটার
‘প্রতিটা ম্যাচ জেতার লক্ষ্যে খেলব। সিরিজ জেতার চেষ্টা করব। আর দলের জন্য যা দরকার তা করার চেষ্টা করব।’

শফিউল ইসলাম, ক্রিকেটার
‘কোনো টেনশন নেই (পাকিস্তান সফর নিয়ে)। (ক্রিকেট) বোর্ড আমাদের বুঝেশুনেই পাঠাচ্ছে। ভালো খেলে দেশে ফিরতে চাই।’

টি-টোয়েন্টি সিরিজের সূচি
২৪ জানুয়ারি: প্রথম টি-টোয়েন্টি
২৫ জানুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টি
২৭ জানুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টি
* প্রতিটি ম্যাচ লাহোরে