কোহলিদের সঙ্গে আরও চমক রাখতে চায় বিসিবি

মার্চে বিশেষ সিরিজে কোহলিকে চায় বিসিবি। ফাইল ছবি
মার্চে বিশেষ সিরিজে কোহলিকে চায় বিসিবি। ফাইল ছবি

মুজিববর্ষ উপলক্ষে মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচে ক্রিকেট তারকাদের মেলা বসাতে চায় বিসিবি। মাঠের লড়াইয়ে বিশ্ব ক্রিকেটের বড় তারকারা থাকবেনই। চমক হিসেবে থাকছেন সাবেক কজন ক্রিকেট কিংবদন্তিও। আজ বিসিবি কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

১৮ থেকে ২২ মার্চ—এই সময়ে এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি বর্ণিল করার সব চেষ্টা করবে বিসিবি। ক্রিকেট বিশ্বের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও নিমন্ত্রণ জানাবে বিসিবি। আজ সাংবাদিকদের নিজামউদ্দিন বলছিলেন, ‘আমাদের লক্ষ্য আছে (বর্ণিল করে তোলার)। আইসিসিতে যাঁরা উচ্চপদে আছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাঁরা আছেন, তাদের আমন্ত্রণ করা হবে। একই সঙ্গে বিভিন্ন সময়ের কিংবদন্তি ক্রিকেটার যাঁরা আছেন, তাঁদের আনার চেষ্টা করব। এটা বর্ণিল করে তুলতে যা যা করার দরকার সব চেষ্টাই থাকবে আমাদের।’

এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের জন্য দল গঠনের কাজ এগিয়ে চলেছে। কাল বিসিবি প্রধান নির্বাহী ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বৈঠক করে এসেছেন এ কারণেই। যোগাযোগ চলছে অন্য ক্রিকেট বোর্ডের সঙ্গেও। এই সিরিজে ভারতের বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজাকে চেয়েছে বিসিবি। পিএসএলের কারণে পাকিস্তানি ক্রিকেটাররা থাকতে পারছে না। তবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেটারদের থাকার কথা আছে এশিয়া একাদশ দলে।

তবে তারকাদের ভিড়ে এশিয়া একাদশ দলে বাংলাদেশি ক্রিকেটারদের যে অগ্রাধিকার থাকবে সেটি ইঙ্গিত থাকল নিজাম উদ্দিনের কথায়, ‘এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের জন্য যে খেলোয়াড়দের ছোট তালিকায় রাখা হয়েছে তাদের ব্যাপারে বোর্ডগুলোকে জানানো হয়েছে। কারা খেলতে পারবে সেটা দেখতে হবে। আমাদের একটা অগ্রাধিকার থাকবেই। তবে (ক্রিকেটারদের) সংখ্যা বা নাম এই মুহূর্তে বলতে পারছি না।’