পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের এত লাভ

পাকিস্তান সিরিজ থেকে মাহমুদউল্লাহদের পাওয়ার আছে অনেক কিছু। ছবি: এএফপি
পাকিস্তান সিরিজ থেকে মাহমুদউল্লাহদের পাওয়ার আছে অনেক কিছু। ছবি: এএফপি
অন্য সিরিজের মতো বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজেও থাকছে র‍্যাঙ্কিংয়ের হিসাব–নিকাশ। এই হিসাব মেলাতে পারলে বাংলাদেশের কিন্তু অনেক লাভ।

সাকিব আল হাসান বড় আশা নিয়ে বলেছেন, ‘শ্রীলঙ্কা শেষবার যখন পাকিস্তান গেল, ওরা ৩-০–তে জিতে এসেছে। আমাদেরও ভালো ফল করা উচিত।’ বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান সবার ওপরের দল। বাংলাদেশ সেখানে নয়ে। খেলাটা আবার পাকিস্তানের মাটিতে। বাংলাদেশ পারবে বাবর আজমদের হারাতে?

কাজটা শুধু কঠিন নয়, ভীষণ কঠিন। তবে কঠিন এ কাজটা যদি বাংলাদেশ সফলভাবে করতে পারে, র‍্যাঙ্কিংয়ে বড় পুরস্কারই অপেক্ষা করছে মাহমুদউল্লাহর দলের। এই সিরিজে জয়-পরাজয়ের র‍্যাঙ্কিংয়ে কী প্রভাব পড়তে পারে, সেটি একবার দেখে নেওয়া যেতে পারে।

* পাকিস্তান যদি ৩-০ ব্যবধানে জেতে: র‍্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থান আগের মতোই থাকবে। বাংলাদেশকে ধবলধোলাই করতে পারলে পাকিস্তান মাত্র একটা রেটিং পয়েন্ট পাবে। বাংলাদেশ হারাবে দুই রেটিং পয়েন্ট। তখন রেটিংয়ের হিসাব হবে এমন—পাকিস্তান ২৭১ (১ম), বাংলাদেশ ২২৫ (৯ম)।

* পাকিস্তান যদি ২-১ ব্যবধানে জেতে: পাকিস্তান যদি বাংলাদেশের কাছে একটি ম্যাচেও হারে, অনেক ‘ক্ষতি’ বাবরদের। র‍্যাঙ্কিংয়ে তারা নেমে যাবে দুইয়ে। অন্যদিকে বাংলাদেশ সিরিজ হারলেও পাবে দুই রেটিং পয়েন্ট। তখন র‍্যাঙ্কিং হবে—পাকিস্তান ২৬৮ (২য়), বাংলাদেশ ২২৯ (৯ম)।

* বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে জেতে: সিরিজটা যদি মাহমুদউল্লাহর দল ২-১ ব্যবধানে জেতে র‍্যাঙ্কিংয়ে আটে থাকা শ্রীলঙ্কার (২৩৬) সঙ্গে ব্যবধান অনেক কমে আসবে বাংলাদেশের। পাকিস্তান দুইয়ে চলে আসবে। নয়ে থাকলেও রেটিংয়ে বাংলাদেশ অনেক এগোবে। র‍্যাঙ্কিংটা হবে এমন—পাকিস্তান ২৬৫ (২য়), বাংলাদেশ ২৩৩ (৯ম)।

* বাংলাদেশ যদি ৩-০ ব্যবধানে জেতে: বাংলাদেশ যদি ভীষণ এ কঠিন কাজটা সফলভাবে করে ফেলতে পারে, নিশ্চিত অনেক পুরস্কারই পাবেন মাহমুদউল্লাহরা। পুরস্কার থাকবে র‍্যাঙ্কিংয়েও। বাংলাদেশ শ্রীলঙ্কা-আফগানিস্তানকে টপকে এক লাফে নয় থেকে চলে যাবে সাতে। অন্য দিকে পাকিস্তান এক থেকে নেমে যাবে তিনে। তখন র‍্যাঙ্কিং হবে: পাকিস্তান ২৬২ (৩য়), বাংলাদেশ ২৩৭ (৭ম)।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে টানা হারলে বাংলাদেশের খুব একটা ক্ষতি নেই; জিততে পারলে অনেক লাভ! বাংলাদেশ এই সুযোগ কীভাবে দেখছে? দলের অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য র‍্যাঙ্কিং নিয়ে বেশি ভাবতে রাজি নন, ‘যদি আপনি র‍্যাঙ্কিং, রেটিং নিয়ে ভাবেন সেটা আপনার খেলায় প্রভাবিত করতে পারে। আমরা এটা নিয়ে ভাবছি না। জানি পাকিস্তান খুবই ভালো দল। টি-টোয়েন্টিতে তারা খুবই ধারাবাহিক একটি দল। সেটাই র‍্যাঙ্কিংয়ে প্রতিফলিত হয়েছে। আপনি যদি আমাদের টি-টোয়েন্টি পারফরম্যান্সের গ্রাফ দেখেন, তাহলে দেখবেন এটা ঊর্ধ্বমুখী। সাম্প্রতিক সিরিজে আমরা যেমন ভালো করেছি, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দলের সবাই কঠোর পরিশ্রম করছে, আশা করছি ভালো করতে পারব।’

মাহমুদউল্লাহ পরোক্ষভাবে বোঝাতে চাইলেন, ভারতের মাটিতে ভারতকে যদি বাংলাদেশ হারাতে পারে—পাকিস্তানকে কেন নয়!