মুশফিকের সিদ্ধান্ত মানতে পারছে না পাকিস্তান

মুশফিকুর রহিম (বাঁয়ে) ও বাবর আজম
মুশফিকুর রহিম (বাঁয়ে) ও বাবর আজম
>মুশফিকুর রহিম আসেননি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম হতাশ

পাকিস্তানকে নিরাপদ মনে করেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দল সেখানে গেলেও মুশফিক তাই আসেননি। ব্যাপারটা যে মুশফিকের জন্য খুব স্বস্তির বিষয়, সেটি নয়। তিনি নিজেই বলেছেন, বাংলাদেশের খেলা থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের কাছে রীতিমতো পাপের পর্যায়েই পড়ে। কিন্তু মুশফিক নিজেকে পাকিস্তান সফর থেকে সরিয়ে নিয়েছেন পরিবারের সম্মতি না পাওয়ায়। নিরাপত্তার বিষয়ে ব্যাপারটি তাঁর অধিকারের পর্যায়ের পড়ে।

পাকিস্তানিরা অবশ্য মেনে নিতে পারছে না মুশফিকের এই সিদ্ধান্ত। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের সংবাদ সম্মেলনেও উঠল প্রসঙ্গটা। দুই অধিনায়কের কাছেই মুশফিককে নিয়ে প্রশ্ন ছুটে গেল। বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহকে বলতে হলো মুশফিকবিহীন বাংলাদেশ দলের শক্তি-দুর্বলতা নিয়ে। বাবর আজম তো মুশফিকের না আসা নিয়ে রীতিমতো আক্ষেপই করলেন।

মুশফিক আসেননি পাকিস্তানে। তাঁর প্রতি পাকিস্তানি অধিনায়কের বার্তা কী—এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্ন ছিল এমনই। উত্তর দিতে গিয়ে বাবরের কণ্ঠে হতাশা, ‘পুরো বাংলাদেশ দল পাকিস্তানে এল, মুশফিক এলেন না! আমি তাঁকে কেবল এটিই বলব, তিনি পাকিস্তানে এলে আমরা খুবই খুশি হতাম। এলে বাংলাদেশ দলের সঙ্গে তিনিও দারুণভাবে সংবর্ধিত হতেন। আমি তাঁকে এটাও বলতে চাই, খেলাধুলার জন্য পাকিস্তান সব সময়ই দারুণ নিরাপদ জায়গা। আমি আশা করি, তিনি তাঁর সতীর্থদের কাছ থেকে পাকিস্তান নিয়ে জানবেন। ভবিষ্যতে তিনি অবশ্যই আমাদের এখানে খেলতে আসবেন।’

পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার বেশ আগে থেকেই এ সফরের ব্যাপারে নেতিবাচক ছিলেন মুশফিক। বিসিবি পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি চিঠি দিয়ে এ সফরে না যাওয়ার কথা জানিয়ে দেন। বিপিএল ফাইনাল শেষ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি পারিবারিক কারণে পাকিস্তানে যাব না। এটা আমি বিসিবিকে বলেছি, সেটা তারা মেনে নিয়েছি।’

কারণ হিসেবে তিনি পরিবারের কথা বলেন। বলেন নিজের শঙ্কার কথা, ‘আমার সেখানে না যাওয়ার কারণ পারিবারিক। তারা ভীত, শঙ্কিত। এভাবে আমি সেখানে গিয়ে খেলতেও পারব না।’

মুশফিকের এই ব্যাখ্যা পাকিস্তানিরা মানলে তো! কদিন আগে পাকিস্তানের সামাজিক মাধ্যমে ভীষণ সমালোচনা-ব্যঙ্গ করা হয়েছে বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়ে।