ফেদেরার, নাদালের পিছু ছাড়ছেন না জোকোভিচ

শিরোপার লক্ষ্যে ছুটছেন তিনজনই। ছবি : এএফপি
শিরোপার লক্ষ্যে ছুটছেন তিনজনই। ছবি : এএফপি
>

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিন ফেবারিট রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ

দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তিন ফেবারিট রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। তিনজনই দ্বিতীয় রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন।

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিসের মুখোমুখি হয়েছিলেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। ম্যাচ জিতেছেন ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-১ সেটে। প্রথম সেটে জিততে সমস্যা না হলেও দ্বিতীয় সেটে বেশ প্রতিরোধ গড়ে তোলেন দেলবোনিস, টাইব্রেকে নিয়ে যান নাদালকে। লাভ হয়নি, জয় নাদালেরই হয়। তৃতীয় সেটে আবারও চিরচেনা রূপে ফিরে এসে তৃতীয় রাউন্ডে উঠে যান নাদাল। এক যুগ পর অস্ট্রেলিয়ান ওপেনের স্বাদ পেতে নাদাল যে কতটা মরিয়া, সেটা সেই তৃতীয় সেটেই দেখা গিয়েছে। তৃতীয় রাউন্ডে স্বদেশি পাবলো ক্যারেনো বুস্তার মুখোমুখি হবেন তিনি।

ওদিকে নোভাক জোকোভিচের স্বদেশি ফিলিপ ক্রাইনোভিচকে সরাসরি সেটে হারিয়েছেন তৃতীয় বাছাই রজার ফেদেরার (৬-১, ৬-৪, ৬-১)। তৃতীয় রাউন্ডে ফেদেরারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জন মিলম্যান।

দ্বিতীয় বাছাই ও অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের জয়টাও এসেছে সরাসরি সেটে। জাপানের তাতসুমা ইতোকে ৬-১, ৬-৪, ৬-২ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনি। তৃতীয় রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষে আরেক জাপানি–ইয়োশিহিরো নিশিওকি।

এই তিনজন ছাড়াও দ্বিতীয় রাউন্ডে জয়ের মুখ দেখেছেন গায়েল মনফিলস, নিক কিরগিওস, ডমিনিক থিয়েম, দানিল মেদভেদেভ, জন ইসনার, স্টানিসলাস ভাভরিঙ্কা, ডেভিড গফিন, সাশা জভেরেভ, ফাবিও ফগনিনি, মারিন চিলিচ। প্রতিপক্ষ ফিলিপ কোলশ্রাইবার চোটের কারণে খেলতে না পারায় মাঠে না নেমেই তৃতীয় রাউন্ডে উঠে গেছেন ষষ্ঠ বাছাই স্তেফানোস সিতসিপাস। অঘটন বলতে গত ইউএস ওপেনে ফেদেরারকে হারানো গ্রিগর দিমিত্রভ ও অষ্টম বাছাই মাত্তেও বেরেত্তিনির হেরে যাওয়া।

ওদিকে নারী এককে প্রথম দশ বাছাইয়ের সবাই জয় পেয়েছেন দ্বিতীয় রাউন্ডে–অ্যাশলি বার্টি, ক্যারোলিনা প্লিসকোভা, নাওমি ওসাকা, সিমোনা হালেপ, এলিনা সভিতোলিনা, বেলিন্ডা বেনচিচ, পেত্রা কেভিতোভা, সেরেনা উইলিয়ামস, কিকি বারটেন্স ও ম্যাডিসন কিস।

তৃতীয় রাউন্ডে এখন লড়ছেন সেরেনা উইলিয়ামস, চীনের কিউং ওয়াংয়ের সঙ্গে। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হারার পর দ্বিতীয় সেটে কষ্টার্জিত জয় পেয়েছেন, টাইব্রেকারে জিতেছেন ৭-২ ব্যবধানে। এখন চলছে তৃতীয় সেটের খেলা। এই সেটে জিতলেই চতুর্থ রাউন্ডে উঠে যাবেন যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি।