এ মাঠে খেলা গড়ালে দর্শক, ক্রিকেটারদের কী যেন হয়!

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম। ছবি: বেট৩৬৫ টুইটার পেজ
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম। ছবি: বেট৩৬৫ টুইটার পেজ
>ওয়ান্ডারার্স স্টেডিয়ামের আরেক নাম ‘দ্য বুলরিং’। এ মাঠের দর্শকেরা ক্রিকেটারদের তাঁতিয়ে দিতে বেশ পটু

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের আরেক নাম ‘দ্য বুলরিং’। দক্ষিণ আফ্রিকার এ মাঠে খেলা গড়ালেই দর্শক, ক্রিকেটারদের কী যেন হয়ে যায়! এ মাঠের দর্শকেরা ক্রিকেটারদের তাঁতিয়ে দিতে বেশ পটু। ক্রিকেটাররাও কেন জানি মেজাজ ধরে রাখতে পারে না এ মাঠে।

১৯৯৪ সালে অস্ট্রেলিয়ান পেসার মার্ভ হিউজ তো এক দর্শকের কথায় রেগে গিয়ে ব্যাট ছুড়ে মারতে গিয়েছিলেন। ২০০২ সালে আরেক অস্ট্রেলিয়ান অ্যাডাম গিলক্রিস্টের পরিবার নিয়ে কটূক্তি করা হয়। পরে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছিল।

বেন স্টোকস। আউট হয়ে ফেরার পর। ছবি: এএফপি
বেন স্টোকস। আউট হয়ে ফেরার পর। ছবি: এএফপি

এবার বুলরিংয়ে মেজাজ হারালেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে প্রথম ইনিংসে আউট হয়ে ফেরার সময় এক দর্শকের কটু কথা শুনতে হয় স্টোকসকে। মেজাজ ধরে রাখতে পারেননি এ ইংলিশ অলরাউন্ডার। চোখ গরম করে সে দর্শককে গালি দিয়ে বলে বসেন, ‘যা বলেছ সেটা মাঠের বাইরে এসে বলো।’

স্টোকসের কথা আবার ক্যামেরায়ও ধরা পড়েছে। দর্শককে গালি দেওয়ার জন্য ম্যাচ রেফারির কক্ষে জবাবদিহিতার জন্য যেতে হতে পারে। ক্রিকইনফো জানিয়েছে, স্টোকসকে ডিমেরিট পয়েন্টের গ্যাঁড়াকলেও পড়তে হতে পারে।