এর চেয়েও কম রান করে জিতেছে বাংলাদেশ

>
তামিম ছাড়া আর কেউ সেভাবে রান পাননি। ছবি: এএফপি
তামিম ছাড়া আর কেউ সেভাবে রান পাননি। ছবি: এএফপি

লাহোরে পাকিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে মাত্র ১৩৬ রান তুলেছে বাংলাদেশ। তবে এর চেয়েও কম সংগ্রহ নিয়ে জয়ের দৃষ্টান্ত আছে বাংলাদেশের

লাহোরে দ্বিতীয় ম্যাচে প্রত্যাশামতো সংগ্রহ এনে দিতে পারলেন কি ব্যাটসম্যানরা? স্কোরকার্ডের দিকে তাকালেই জবাবটা পরিষ্কার। ৬ উইকেটে ১৩৬ রান। আগের ম্যাচে করা ১৪১ রানের চেয়েও কম। হতাশাটা তাই আগের ম্যাচের চেয়েও বেশি। তবে ওই প্রবাদটা ভুলে গেলেও চলবে না, ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।’

লাহোরে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের সংগ্রহের পক্ষে প্রবাদটা পড়ে যে–কারও হাসি পাওয়ার কথা। সংগ্রহটা যে মামুলিই,তা তো আর মিথ্যে নয়! তবে টি-টোয়েন্টিতে এর চেয়ে কম সংগ্রহ নিয়েও জয়ের নজির আছে বাংলাদেশ দলের। ঢাকায় ২০১৬ এশিয়া কাপের এক ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৩ রান তুলেছিল বাংলাদেশ। এরপর প্রতিপক্ষকে অলআউট করেছিল মাত্র ৮২ রানে। তবে এটুকু পড়েই আশার সলতেতে আগুন জ্বালিয়ে দেবেন না। ১৩৩ রান করেও জেতা সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত। আর আজ ১৩৬ রান করেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে। ক্রিকেটীয় শক্তির কথা বলের পাকিস্তান ও আরব আমিরাত দুই মেরুর দল। তারওপর খেলাটাও হচ্ছে পাকিস্তানের মাটিতে।

তারপরও মানুষ তো অতীত থেকেই প্রেরণা নেই। খেলাটার গায়েও গৌরবময় অনিশ্চয়তার ট্যাগ মারা। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারলে যে কোনো কিছুই ঘটতে পারে ক্রিকেট মাঠে। গাদ্দাফি স্টেডিয়ামে আজ হারলেই যেহেতু সিরিজটা চলে যাবে পাকিস্তানের হাতে, লড়াই করার জন্য এর চেয়ে বড় প্রেরণা আর কি হতে পারে বাংলাদেশের!