এবার আর উইকেটের অজুহাত দেননি মাহমুদউল্লাহ

>
হারের জন্য ব্যাটসম্যানদেরই কাঠগড়ায় দাঁড় করালেন বাংলাদেশি অধিনায়ক মাহমুদউল্লাহ। ছবি: এএফপি
হারের জন্য ব্যাটসম্যানদেরই কাঠগড়ায় দাঁড় করালেন বাংলাদেশি অধিনায়ক মাহমুদউল্লাহ। ছবি: এএফপি

পরপর দুই ম্যাচ হার, তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা এরই মধ্যে হেরে গেছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ এবার আর উইকেটের অজুহাত দেখালেন না।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের উইকেট নিয়ে সমালোচনা হয়েছে বেশ। বাংলাদেশি অধিনায়ক মাহমুদউল্লাহ থেকে শুরু করে পাকিস্তানি সাবেকরাও কড়া সমালোচনা করেছেন লাহোরের উইকেটের। এক দিন পরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলা হলো ভিন্ন উইকেটে। হালকা ঘাস থাকলেও বোলারদের যে খুব সাহায্য করছিল তা নয়। আগে ব্যাট করে ১৩৬ রানের উইকেট তো নয়ই।

পরপর দুই ম্যাচ হার, তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা এরই মধ্যে হেরে গেছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ এবার আর উইকেটের অজুহাত দেখালেন না। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলছিলেন, ‘আমরা ম্যাচ ও সিরিজ হেরে হতাশ। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি। এই উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো ছিল।’

হারের জন্য ব্যাটসম্যানদেরই কাঠগড়ায় দাঁড় করালেন বাংলাদেশি অধিনায়ক, ‘তামিম ছাড়া কেউই ভালো করেনি। আমাদের ১৫০-১৬০ রান করা দরকার ছিল। এই রানটা আমরা করতে পারলে ওদের আটকানো যেত।’

মন্থর ব্যাটিংয়ের জন্য প্রশ্ন উঠেছে বাংলাদেশি ব্যাটসম্যানদের রান করার ইচ্ছে নিয়েও। কিন্তু মাহমুদউল্লাহ প্রশ্নটি পাশ কাটিয়ে যান পাকিস্তানি বোলারদের প্রশংসা করে, ‘রান করার চেষ্টা তো ছিলই। কিন্তু পাকিস্তানি বোলারদের কৃতিত্ব দিতে হয়। ওরা ভালো গতিতে ভালো লাইন-লেংথে বল করেছে।’

সিরিজ হেরে যাওয়া বাংলাদেশ শেষ ম্যাচে তরুণদের সুযোগ করে দিতে পারে। দুই ম্যাচেই ব্যাটিংয়ে আগ্রাসী বাংলাদেশকে দেখা যায়নি। অধিনায়ক শেষ ম্যাচে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিতের সঙ্গে আগ্রাসী ক্রিকেট খেলার ওপর জোর দিলেন, ‘পরিবর্তন আসবে কি না নিশ্চিত না। তবে আমরা কিছু তরুণ ক্রিকেটারকে খেলিয়ে দেখতে পারি শেষ ম্যাচে। যা–ই করি না কেন, শেষ ম্যাচে আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলে জেতার চেষ্টা করতে হবে।’