খুনে মেজাজে 'জোকার'

কোয়ার্টার ফাইনালে উঠেছেন জোকোভিচ। ছবি : এএফপি
কোয়ার্টার ফাইনালে উঠেছেন জোকোভিচ। ছবি : এএফপি
>

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ও সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডে আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্জম্যানকে ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে হারান সার্বিয়ান তারকা

গত রাউন্ডে ম্যাচ জিততে জোকোভিচের সময় লেগেছিল ৮৫ মিনিটের মতো। এবার একটু বেশিই লাগল, ১২৭ মিনিট। বেশি সময় লাগলেও প্রতিপক্ষকে সরাসরি সেটে হারাতে ভোলেননি অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন। চতুর্দশ বাছাই আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্জম্যানকে ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন ‘জোকার’ নামে খ্যাত সার্বিয়ান তারকা।

প্রতিপক্ষকে সরাসরি সেটে হারাতে না ভুললেও জোকোভিচ একটা বিষয় সম্ভবত ভুলে গেছেন—চলতি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে সেট হার। অস্ট্রেলিয়ান ওপেনের এ আসরে এ পর্যন্ত চারজনের মুখোমুখি হয়ে—ইয়ান লেনার্ড, তাতসুমা ইতো, ইয়োশিহিতো নিশিওকা ও শোয়ার্জম্যান—একজনের বিপক্ষে মাত্র একটি সেট হেরেছেন জোকোভিচ। শোয়ার্জম্যান নিজেও এ রাউন্ডের আগে একটি সেটও হারেননি। কিন্তু কীসের কী! জোকোভিচ যে ছিলেন খুনে মেজাজে। আর তাতেই বিদায় নিতে হলো গত ইউএস ওপেনে জার্মান তারকা সাশা জভেরেভকে হারিয়ে চমক সৃষ্টি করা শোয়ার্জম্যানকে। ক্যারিয়ারে ৪৬তম বারের মতো গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে উঠলেন জোকোভিচ, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষের নাম দেখে অজান্তেই জোকোভিচের ঠোঁটের কোনায় এক চিলতে হাসি দেখা গিয়েছিল কী না, কে জানে! কানাডার তারকা মিলোস রাওনিচের বিপক্ষে এর আগে নয়বারের লড়াইয়ে প্রতিবারই জিতেছেন জোকোভিচ। আজ চতুর্থ রাউন্ডের খেলায় ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে ৬-৩, ৬-৪, ৭-৫ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন রাওনিচ।

ওদিকে নারী এককে হেরে গেছেন আগের রাউন্ডে নাওমি ওসাকাকে সরাসরি সেটে হারানো ‘নতুন সেরেনা’খ্যাত ১৫ বছর বয়সী কোকো গফ। চতুর্দশ বাছাই সোফিয়া কেনিনের কাছে ৭-৬, ৩-৬, ০-৬ সেটে হেরেছে গফ।