মাহমুদউল্লাহ নিচে কেন, প্রশ্ন এই পাকিস্তানি সাবেকের

মাহমুদউল্লাহ কি ব্যাটিংক্রমের আরও ওপরে ব্যাট করবেন? ছবি: প্রথম আলো
মাহমুদউল্লাহ কি ব্যাটিংক্রমের আরও ওপরে ব্যাট করবেন? ছবি: প্রথম আলো
>

পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান মহসিন খান মনে করেন মাহমুদউল্লাহকে তিনে অথবা চারে নামানো উচিত

লাহোরে নেমেই বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছিলেন, তিনি ব্যাটিং অর্ডারে ওপরের দিকেই খেলতে চান। তাঁর সে ইচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট রাখেনি নাকি তাঁর ইচ্ছেটাই চলে গেছে, তা অবশ্য জানা যায়নি। সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে দলে নেই, মুশফিকুর রহিম পাকিস্তানেই আসেননি। এ দুই সেরা তারকার অনুপস্থিতিতে দলের মিডল অর্ডারের দায়িত্বটা যে মাহমুদউল্লাহকেই নিতে হবে—সেটি তো না বললেও চলছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এমন একজন অভিজ্ঞ ব্যাটসম্যান খুব বেশি বল খেলার সুযোগ পাচ্ছেন না। মাহমুদউল্লাহ যখন ব্যাট হাতে মাঠে নামছেন, তখন আর তাঁর খুব বেশি কিছু করার নেই।

ব্যাপারটা মোটেও ভালো লাগেনি পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান মহসিন খানের। আশির দশকে পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটসম্যান জাতীয় দলের কোচ-ম্যানেজারের ভূমিকাও পালন করেছেন পরবর্তীতে। প্রথম আলোকে তিনি বলেছেন, ‘মাহমুদউল্লাহর মতো দুর্দান্ত এক ব্যাটসম্যানকে অযথা নিচের দিকে খেলিয়ে তাঁর প্রতিভারই অপচয় করা হচ্ছে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উচিত তাঁকে ওপরে নিয়ে আসা।’

মাহমুদউল্লাহকে কেন ওপরে আনতে হব, সেটির ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘লাহোরের দুটি ম্যাচেই আমি দেখলাম সে যখন ব্যাটিংয়ে নামল তখন প্রায় ১৫ ওভার হয়ে গেছে। এমন একটা জায়গায় নেমে আসলে তাঁর মতো ব্যাটসম্যানের খুব বেশি কিছু করার নেই। যে দলে সাকিব কিংবা মুশফিক নেই, সে দলে মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের অবশ্যই তিন নম্বর অথবা চার নম্বরে খেলা উচিত।’

প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ চারে ব্যাটিং করলেও তিনি উইকেট আসেন ইনিংসের প্রায় শেষের দিকে। তারপরেও ১৪ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেন যেন তাঁকে পাঠানো হয় ছয়-এ। সে সময় আসলে তাঁর করার কিছু প্রায় ছিলই না।