করোনাভাইরাস আতঙ্ক ক্রীড়াঙ্গনেও

উহানে ব্রিজের ওপর পুলিশের চেকপয়েন্ট। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে উহানে লোকজন ঘর থেকে বের হচ্ছে না। ছবি: এএফপি
উহানে ব্রিজের ওপর পুলিশের চেকপয়েন্ট। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে উহানে লোকজন ঘর থেকে বের হচ্ছে না। ছবি: এএফপি
>

করোনাভাইরাস আতঙ্কে চীনে বেশ কিছু ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করা হয়েছে। কিছু প্রতিযোগিতা বাতিল করা হয়েছে এবং ভেন্যু বদল করা হয়েছে কয়েকটির

করোনাভাইরাস আতঙ্ক চীন ছাপিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে সবাই। শঙ্কিত ক্রীড়াজগতও। শুধু চীনেই করোনাভাইরাসে হাজারো মানুষ আক্রান্ত হয়েছে। এ কারণে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আয়োজন বাতিল করেছে চীন। দেশটিতে ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপ আয়োজনও শঙ্কার মুখে পড়তে পারে। ব্রিটেনের অ্যাথলেটিকস দল এ প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে দূরে থাকতে পারে বলে জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম।

নানজিংয়ে ১৩ মার্চ থেকে ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা। সংবাদমাধ্যমের মতে, করোনাভাইরাস উৎপত্তির কেন্দ্রস্থল চীনের উহান অঞ্চল থেকে ৩০০ মাইল দূরে অবস্থিত নানজিং। মেইল অনলাইন জানিয়েছে, সরকারি আদেশে প্রতিযোগিতাটিতে ব্রিটেন দলের অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে আয়োজক কর্তৃপক্ষও দুই সপ্তাহের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে কথা বলে ইনডোর চ্যাম্পিয়নশিপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ বাতিল হওয়ায় চীনে যাওয়া হচ্ছে না বাংলাদেশের অ্যাথলেটদেরও। করোনাভাইরাসে এরই মধ্যে বিশ্বের ১৬টি দেশে প্রায় ৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যাও দিনে দিনে বাড়ছে।

নানজিংয়ে প্রায় ৮ মিলিয়ন মানুষের বসবাস। জিয়াংসু প্রদেশের এ শহরে মেয়েদের অলিম্পিক ফুটবল বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী মাসে। আর বাছাইপর্বের শুরুটা অনুষ্ঠিত হওয়ার কথা উহানে। কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এ সপ্তাহে বাছাইপর্বটি সিডনিতে স্থানান্তর করেছে। কিছু ম্যাচ হবে সার্বিয়াতেও। চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘করোনাভাইরাসে জন্য অ্যাথলেটদের স্বাস্থ্যের কথা ভেবে বাছাইপর্বের ম্যাচগুলো চীনে আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব খেলোয়াড় ও অফিশিয়ালের নিরাপত্তাই সবার আগে।’

শঙ্কা রয়েছে ২০২০ টোকিও অলিম্পিক নিয়েও। সোমবার জার্মান অলিম্পিক স্পোর্টস কনফেডারেশনের (ডিওএসবি) সভাপতি আলফোনস হোরমান করোনা ভাইরাসকে টোকিও অলিম্পিকের জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ বলেছেন। তাঁর ভাষায়, ‘এটা মারাত্মক ঝুঁকি। আন্তর্জাতিক ক্ষেত্রে সবাই সবার সঙ্গে পরিচিত হতে খেলাধুলার মতো নির্ভরশীলতা আর কোনো মাধ্যমে নেই।’

চীনে পেশাদার লিগ হকি এরই মধ্যে স্থগিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)। এ ইভেন্টে টোকিও অলিম্পিকের বাছাইপর্বও স্থগিত করা হয়েছে। ৮ ও ৯ ফেব্রুয়ারি চীনের মেয়েদের হকি দলের মুখোমুখি হওয়ার কথা ছিল বেলজিয়ামের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলে ম্যাচগুলো স্থগিত করে এফআইএইচ। অলিম্পিক বক্সিংয়ের বাছাইপর্ব উহান থেকে জর্ডানের আম্মানে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া হংকং ম্যারাথন ও ট্যুর ডি হাইয়ান (সাইক্লিং) প্রতিযোগিতা সরাসরি বাতিল করেছে চীন। মেয়েদের ট্যুর ডি চনমিং সাইক্লিং প্রতিযোগিতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এমনকি ই-স্পোর্টস প্রতিযোগিতাও করোনাভাইরাস শঙ্কায় আক্রান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চীনের লিগ অব লিজেন্ড প্রো লিগ স্থগিত করা হয়েছে। খেলোয়াড়দের সুরক্ষিত রাখতেই এ সিদ্ধান্ত।