মাহমুদউল্লাহ তো কথাই বলে না, অনুযোগ বিসিবি সভাপতির

মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ নাকি কথা কম বলেন। দলের অবস্থা নিয়ে পরিষ্কার জবাব পাওয়া যায় না অধিনায়কের কাছ থেকে। অনুযোগ খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসানের।
পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের সঙ্গে কথা বলেছিলের নাজমুল হাসান। অচেনা পাকিস্তানে কেন প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং নিল বাংলাদেশ, এই ব্যাখ্যা জানতে চেয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে উইকেট মোটেও ব্যাটিং উপযোগী ছিল না। কিন্তু বিসিবি সভাপতি রীতিমতো অবাক হন, দ্বিতীয় ম্যাচেও যখন বাংলাদেশ দল টসে জিতে ব্যাটিং নিল। দলের রক্ষণাত্মক মানসিকতা ও এলোমেলো ব্যাটিং নিয়েও জানতে চেয়েছিলেন নাজমুল। কিন্তু অধিনায়ক মাহমুদউল্লাহর কাছ থেকে তিনি নাকি কোনো জবাবই পাননি।
বিসিবি সভাপতি আজ তাঁর ধানমন্ডি কার্যালয়ে পাকিস্তান সফরের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। সেখানেই উঠে আসে অধিনায়কের প্রসঙ্গ, ‘প্রথম ম্যাচের পর তামিম ও রিয়াদকে (মাহমুদউল্লাহ) জিজ্ঞেস করেছিলাম, ওরা বলল ব্যাটিং উইকেট। পরের ম্যাচেও তাই। অত্যন্ত রক্ষণাত্মক খেলা হয়েছে। ব্যাটিং অর্ডার নিয়ে অবাক হয়েছে। শেষ দুই তিন ওভারে সৌম্য-রিয়াদ করবে। যা বলার ওদেরকে বলেছি। রিয়াদ তো কথা একটু কম বলে। আমি এটাও বলেছি, তুমি ক্যাপ্টেন, কথা তো বলতে হবে।’

পাকিস্তান সফরে বাংলাদেশ দলটাকে হ-য-ব-র-ল মনে হয়েছে বিসিবি সভাপতির। তিনি এ বিষয়ে কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গেও কথা বলতে চান, ‘‘নতুন কোচের জন্যও সময় লাগবে। নতুন কোচ দীর্ঘ মেয়াদে চিন্তা করছে। তিনি নিরীক্ষাও বেশি করছেন হয়তো। তবে সবার সঙ্গে বসতে হবে। বিশেষ করে কোচের সঙ্গে।’

বিশ্বকাপের পর গত কয়েকটি সিরিজে সব অভিজ্ঞ ক্রিকেটারদের এক সঙ্গে না পাওয়ার কথাও বলেছেন তিনি, ‘ভারত সিরিজের ঠিক আগে শুনলাম সাকিব খেলতে পারবে না। এটা বড় ধাক্কা। সাকিবের বদলি তো আমাদের নাই। তামিম গেল না, এটা বড় ধাক্কা। ওপেনিংয়ে নতুন কাউকে খোঁজা দরকার ছিল। আমরা নাঈমকে নামালাম। এবার তামিম ফেরত এল। এবার মুশফিক বলল ও যাবে না। এখন চার নিয়ে সমস্যা হলো। আগে থেকে বললে আমরা সমাধান করতে পারি। কিন্তু হঠাৎ করে তো হয় না। এখন সামনের টেস্টে নতুন কাউকে নিলাম। একটা টেস্টের জন্য। একটা টেস্টে খেলানো যায়? অন্তত তিনটা ম্যাচ তো খেলানো দরকার। এরপর জিম্বাবুয়ের সঙ্গে মুশফিক খেলবে। কিন্তু তারপর আবার পাকিস্তানে টেস্ট। তখন আবার পরিবর্তন। প্রতি খেলার আগে পরিবর্তন করা খুব কঠিন।’

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের নিরাপত্তায় খুশি বোর্ড প্রধান। আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন নাজমুল হাসান।