আইপিএলের জন্য বাংলাদেশের চাকরি ছাড়লেন ট্রেনার মারিও

বাংলাদেশ জাতীয় দলের চাকরি ছাড়লেন মারিও ভিল্লাভারায়ন। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় দলের চাকরি ছাড়লেন মারিও ভিল্লাভারায়ন। ফাইল ছবি
>বাংলাদেশ জাতীয় দলের চাকরি ছাড়লেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। যোগ দিচ্ছেন আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদে

আইপিএলে কাজ করার ইচ্ছাটা মারিও ভিল্লাভারায়নের ছিল আগে থেকেই। সুযোগও পেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্বে থাকায় সেটি হচ্ছিল না। এবার সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রেনার হিসেবে প্রস্তাব পেয়ে সুযোগটা হাতছাড়া করলেন না। গতকালই বিসিবির কাছে পদত্যাগপত্রটা জমা দিয়ে দিয়েছেন এই শ্রীলঙ্কান। ঘরের মাঠে বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজটিই হবে মারিওর শেষ সিরিজ।

২০১৪ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আছেন মারিও। ২০১৯ বিশ্বকাপের পর তৃতীয়বারের মতো মারিওর সঙ্গে চুক্তি নবায়ন হয় বিসিবির। কিন্তু আইপিএল দল হায়দ্রাবাদের সঙ্গে তিন বছরের চুক্তি হওয়ায় আইপিএলকে বেছে নিয়েছেন এই শ্রীলঙ্কান।

আজ প্রথম আলোকে মারিও জানিয়েছেন, ‘হায়দ্রাবাদের সঙ্গে আমার দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। বিসিবির সঙ্গে আমার চুক্তি আগামী দুই বছরের জন্য। এমন না যে আমি বাংলাদেশে কাজ করতে চাই না। কিন্তু আইপিএলের সময়টা অনেক ম্যাচ থাকবে বাংলাদেশের।’

বাংলাদেশ জাতীয় দল ও আইপিএল, দুটিই চালাতে চেয়েছিলেন মারিও। কিন্তু বিসিবি অন্য কোনো লিগে খেলার জন্য ছুটি দিতে রাজি না। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই প্রসঙ্গে বলছিলেন, ‘সে ওই সময়টুকু আইপিএলে কাজ করতে চেয়েছিল। আমরা ওই সময়টা দিতে পারব না। তাই ওর সঙ্গে আমরা পারস্পরিক সমঝোতায় এসেছি। আমরা কোচিং স্টাফের কোনো সদস্যকে ঘরোয়া প্রতিযোগিতায় কাজ করার জন্য ছাড়ি না।’