ভারত 'হ্যাঁ' বললেই ১৯ সেপ্টেম্বর শুরু বঙ্গবন্ধু সাফ ফুটবল

আবারও সাফ ফুটবল দেখার সুযোগ পাবেন দর্শকেরা। প্রথম আলো ফাইল ছবি
আবারও সাফ ফুটবল দেখার সুযোগ পাবেন দর্শকেরা। প্রথম আলো ফাইল ছবি

আগেই জানা গিয়েছিল এ বছর সেপ্টেম্বরে সাফ ফুটবল টুর্নামেন্ট হবে ঢাকায়। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে টুর্নামেন্টটি দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন বা সাফ থেকে চেয়েই নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ, এবারের টুর্নামেন্টটি বাংলাদেশের পাওয়ার কথা নয়। ২০১৮ সালে সর্বশেষ সাফ টুর্নামেন্টও ঢাকায় হয়েছিল।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাফেরও সভাপতি হওয়ায় তাঁর পক্ষে টানা দুটি সাফ টুর্নামেন্ট ঢাকায় আনা সম্ভব হয়েছে। টুর্নামেন্টটি নিয়ে নতুন খবর হলো, সব ঠিকঠাক থাকলে এবং ভারত সম্মতি দিলে আগামী ১৯-৩০ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু সাফ ফুটবল।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল আজ প্রথম আলোকে দিলেন সেই খবর, ‘আমরা ১৯-৩০ সেপ্টেম্বর টুর্নামেন্ট আয়োজনে একটা সময়সূচি ঠিক করেছি। এখন এটি সব দেশের কাছে পাঠাব।’ দক্ষিণ এশিয়ার সাত দেশের মধ্যে ভারতই এখানে বড় নাম। ভারতের ‘হ্যাঁ’, বা ‘না’ বলার ওপর নির্ভর করে সবকিছু। আনোয়ারুল হক বলেন, ‘ভারত এর আগে আমাদের বলেছে সেপ্টেম্বরে সাফ কাপ হলে তাদের সমস্যা নেই। এখন সময়সূচির ব্যাপারে ভিন্নমত না দিলে আর কোনো সমস্যা হবে না আশা করি।’

সাফের সত্ত্বও বিক্রি হয়ে গেছে এরই মধ্যে। সেটি কিনেছে বাংলাদেশর কে-স্পোর্টস। সাফের সভায় তা অনুমোদনও হয়েছে। এই প্রথম বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান সাফের স্বত্ব কিনল। সাফের আগের স্পনসর প্রতিষ্ঠান লাগারিয়াস ১০ লাখ ডলার দিত আয়োজকদের। কে-স্পোর্টস আরও কিছু বেশি অর্থ দেবে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে এবারের সাফ জাঁকজমকভাবে আয়োজন করতে চায় বাংলাদেশ।