নেপালের টি-টোয়েন্টি লিগেও গেইল

বিপিএলের পর এবার নেপালে খেলতে যাচ্ছেন গেইল। প্রথম আলো ফাইল ছবি
বিপিএলের পর এবার নেপালে খেলতে যাচ্ছেন গেইল। প্রথম আলো ফাইল ছবি
>নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও খেলতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার

ক্রিকেট থেকে ক্ষণিক বিশ্রাম নিয়েছিলেন ক্রিস গেইল। এ কারণে বঙ্গবন্ধু বিপিএলের ড্রাফটে নিজের নাম দেখে বিস্ময়ও প্রকাশ করেছিলেন। পরে ঠিকই বিপিএলের শেষ দিকে এসে খেলেও গেছেন। এখন দেখা যাচ্ছে বিশ্রাম পেয়ে খেলার ক্ষুধাটা বেড়ে গেছে তাঁর। এ কারণেই নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও খেলতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার।

এ নিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে এভারেস্ট প্রিমিয়ার লিগ। চতুর্থবারে এসে নেপালের সৌভাগ্য হচ্ছে টি-টোয়েন্টির রাজাকে দেখার। এরই মাঝে বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলা হয়ে গেছে গেইলের। সর্বশেষ আফগানিস্তানের প্রিমিয়ার লিগ ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগেও দেখা গেছে গেইলকে। ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এভারেস্ট প্রিমিয়ার লিগে যোগ দিয়ে সে চক্রটা পূরণ করছেন উইন্ডিজ ওপেনার।

টুইটারে এক ভিডিও বার্তায় গেইল বলেছেন, ‘আমি নেপালের খেলাধুলার সবচেয়ে বড় ঘটনা, এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছি। আমার দল পোখারা রাইনোসকে সমর্থন জানাতে আসবেন সবাই এবং ক্রিকেটের দারুণ এই মহা উৎসবের অংশ হোন।’

চোট কাটিয়ে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলতে এসে গেইলের শুরুটা ভালো হয়নি। ৪ ম্যাচে ১৪৪ রান করেছেন। এর মাঝে শুধু শেষ ম্যাচেই পরিচিত চেহারায় দেখা গিয়েছিল তাঁকে। এর আগে বিশ্রাম নেওয়ায় ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড থেকে নাম সরিয়ে নেওয়া গেইল এখনো অবসর ঘোষণা করেননি আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে বর্তমান চ্যাম্পিয়ন দলটির কোচ-নির্বাচকেরাও তাঁকে দলে ফেরানোর চিন্তা একেবারে উড়িয়ে দিতে চাচ্ছেন না।