যুবাদের দেওয়া কথা রাখতেই হচ্ছে বিসিবি সভাপতিকে

>

অনূর্ধ্ব-১৯ দল সেমিফাইনালে উঠলে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা দিয়েছিলেন বোর্ড প্রধান নাজমুল হাসান। এখন কথা না রেখে উপায় নেই নাজমুলের।

কথাটা রাখতেই হচ্ছে নাজমুল হাসানের। বিসিবি সভাপতি কথা দিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দল যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে তিনি দক্ষিণ আফ্রিকা যাবেন। কাল দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। বিসিবি প্রধানকে এখন দক্ষিণ আফ্রিকাতে যেতেই হচ্ছে।

গত ২৬ ডিসেম্বরের কথা। সেদিন ছিল অনূর্ধ্ব-১৯ দলের আনুষ্ঠানিক ফটোসেশন। দল বিশ্বকাপ খেলতে যাবে, বিসিবি সভাপতি এসেছিলেন সবাইকে উৎসাহ দিতে। সেদিনই বলেছিলেন, তিনি কখনো দক্ষিণ আফ্রিকা যাননি। যদি যুব দল শেষ চারে জায়গা করে নিতে পারে, তাহলে তিনি প্রথমবারের মতো সেখানে যাবেন।

দিন কয়েক আগে নাজমুল হাসান নিজেই বলছিলেন, ‘ওদের বলেছি আজ পর্যন্ত আমি দক্ষিণ আফ্রিকা যাইনি। এমনকি জাতীয় দলের জন্যও না। কিন্তু ওরা সেমিফাইনালে উঠলে যাব। আমার দৃঢ় বিশ্বাস, দক্ষিণ আফ্রিকাতেও ওরা ভালো করবে। ওদের এই ক্ষমতা আছে। কয়েকটা ছেলে তো অসাধারণ খেলছে এবং অনেক বেশি প্রতিভার অধিকারী।’

৬ ফেব্রুয়ারি সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।