'সাকিব আল হাসানকে অনুসরণ করি'

আরেকটি উইকেট রাকিবের (মাঝে)। ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে দিয়েছেন বাঁহাতি স্পিনার। ছবি: আইসিসি।
আরেকটি উইকেট রাকিবের (মাঝে)। ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে দিয়েছেন বাঁহাতি স্পিনার। ছবি: আইসিসি।
>অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কাল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে পাঁচ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার রাকিবুল বললেন, সাকিব আল হাসানকে অনুসরণ করেন তিনি।

একদিক থেকে ভাবলে সাকিব আল হাসান যা করতে পারেননি, সেটিই করে দেখিয়েছেন তিনি। ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন সাকিব, ছয় ম্যাচ খেলে বোলিং করেছিলেন পাঁচ ইনিংসে। একবার ৪ উইকেট পেলেও কখনো পাঁচ উইকেট পাওয়া হয়নি পরে বাংলাদেশ ক্রিকেটের প্রাণস্পন্দন বনে যাওয়া বাঁ হাতি অলরাউন্ডারের।

সেদিক থেকে তো সাকিবকে ছাড়িয়েই গেছেন রাকিবুল হাসান! দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পথে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বাংলাদেশ, তার মধ্যে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শেষ হতে দেয়নি বৃষ্টি। বাকি তিন ম্যাচে বল হাতে দশ উইকেট রাকিবুলের। সাকিবের মতোই বাঁ হাতি স্পিনার তিনি, ইনিংসে ৫ উইকেট নিয়ে সাকিবকে ‘ছাড়িয়ে গেছেন’ গতকাল কোয়ার্টার ফাইনালে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয়বার সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৫৭ রানে গুটিয়ে দেওয়ার পথে ৫ উইকেট নিয়েছেন রাকিব। স্বাভাবিকভাবে হয়েছেন ম্যাচসেরাও।

তা হঠাৎ সাকিব-রাকিব তুলনা কেন? এক ম্যাচে ভালো করতেই নিশ্চয়ই সাকিবের সঙ্গে তুলনা শুরু হয়ে যায়নি রাকিবের! না, তা নয়, তবে তুলনাটা আসছে রাকিবের প্রেরণা সাকিব বলেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কাল রাকিব জানালেন, তেমন কোনো আদর্শ না থাকলেও সাকিবকে অনুসরণ করেন তিনি।

বাংলাদেশ তো সব সময়ই স্পিনারের খনি। আরও নির্দিষ্ট করে বললে বাঁহাতি স্পিনার। স্পিনে চিরদিনের দুর্বল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোনো বাঁহাতি স্পিনারের আলো ছড়ানো তাই হয়তো অনিয়মিতও নয়। ২৬২ রানের লক্ষ্যে নামা দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট নেওয়ার পথে কাল রাকিব যেমন ছিলেন ভীষণ ‘কিপ্টে!’ ৯.৩ ওভারে রান দিয়েছেন মাত্র ১৯টি। শুধু রাকিবই কেন, আরেক বাঁহাতি হাসান মুরাদ উইকেট না পেলেও আরেক প্রান্তে রান আটকে রেখেছেন—৯ ওভারে দিয়েছেন মাত্র ২৬ রান।

তা বাঁহাতি স্পিনের প্রেরণা কে—সংবাদ সম্মেলনে এক বিদেশি সাংবাদিকের এমন প্রশ্নেই আত্মবিশ্বাসী রাকিবের উত্তর, ‘আমার সেভাবে কোনো আদর্শ নেই তবে সাকিব আল হাসানকে অনুসরণ করি। তিনি বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি। তিনি কীভাবে ব্যাটসম্যানকে পড়েন, উইকেট পড়েন, সেটি দেখার চেষ্টা করি। এ ছাড়া কঠোর পরিশ্রমতো আছেই। গত এক বছর অনেক খেটেছি।’

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে সাফল্য তো কখনোই শেষ কথা নয়, বরং শুরুর কথা। সিনিয়র পর্যায়েও এমন অনেকবার সাকিবকে ‘ছাড়িয়ে যেতে’ এই খাটাখাটনি আরও অনেক বেশিই করতে হবে রাকিবকে।