রুবেলের ফেরা ও মোস্তাফিজের বাদ পড়া যে কারণে

মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। ছবি: প্রথম আলো
মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। ছবি: প্রথম আলো
মোস্তাফিজুর রহমানের জায়গায় ডাকা হয়েছে রুবেল হোসেনকে। ব্যাকআপ বোলার হিসেবে রুবেলকে নেওয়া, জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন


টেস্টে রুবেল হোসেনের বোলিং গড় ৮০.৩৩। স্ট্রাইকরেট ১২৩.২। সাদা পোশাকের ক্রিকেটের চেয়ে রঙিন পোশাকে রুবেল তুলনামূলক ভালো। কিন্তু অভিজ্ঞ এ পেসারকে নিয়েই পাকিস্তানে প্রথম টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। আজ ১৪ সদস্যের দলে রুবেলকে রেখেছেন নির্বাচকেরা। তাঁকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। আজ শেরেবাংলা স্টেডিয়ামে দল ঘোষণার পর মোস্তাফিজকে বাদ দেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। জানালেন রুবেলকে দলে টানার কারণও।

মোস্তাফিজ ভারতে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে স্কোয়াডে ছিলেন। কিন্তু দুই টেস্টের একটিতেও দলে সুযোগ পাননি। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর নিউজিল্যান্ড সফরে। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে তাঁর ফর্ম নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেনি। টেস্টে মোস্তাফিজ কোনো ইনিংসে ৩ উইকেট পেয়েছেন, এমন নজির প্রায় দুই বছর আগের। তাঁর খেলা সর্বশেষ পাঁচ ইনিংস মিলিয়ে শিকার মাত্র ২ উইকেট। এ ছাড়া টেস্টে বাঁহাতি এ পেসারের ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। মিনহাজুলের যুক্তি, ‘ও তো টেস্টে নিউজিল্যান্ড সিরিজ থেকে অনিয়মিত। টেস্টের আগে ওর কিছু সমস্যা থাকে। টেস্টের আগে খেলতে পারে না। আর পারফরম্যান্সও ভালো না। পারফরম্যান্স হিসাব করেই বাদ দেওয়া হয়েছে। আমরা দেখছি বিসিএলে কেমন করে।’

রুবেল দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার বিপিএলে সাদা বলে ২০ উইকেট পেলেও তাঁকে রাখা হয়েছে টেস্ট দলে। রুবেল কি তবে টি-টোয়েন্টি পারফরম্যান্স দিয়ে টেস্টে ফিরলেন? মিনহাজুল অবশ্য অন্য ব্যাখ্যা দিলেন। প্রথম তাসকিন আহমেদকে চেয়েছিলেন নির্বাচকেরা। কিন্তু তাঁকে না পাওয়ায় ব্যাকআপ হিসেবে রুবেলকে নেওয়া।

রুবেলকে দলে নেওয়া প্রসঙ্গে মিনহাজুল বলেন, ‘বিপিএলে তো ও ভালো বল করেছেই। কিন্তু ছোট সংস্করণ ও দীর্ঘ পরিসরের ক্রিকেট তো এক না। আমরা অভিজ্ঞদের চাচ্ছিলাম। প্রথমে তাসকিনকে চেয়েছিলাম। কিন্তু সে ওমরা করে এসেছে, দুই সপ্তাহ ক্রিকেটে ছিল না। কাল আবার খেলার সময় ১০ ওভারের মতো করে মাঠ ছেড়ে গেছে পেশিতে টান পড়ায়। দেখলাম যে ফিটনেস এখনো ঠিক নেই। আজ যদিও আবার বল করেছে। টেস্টে যদি পুরোপুরি ফিট থেকে বল করার অবস্থা না থাকে, তাহলে তো সম্ভব নয়। তাই ব্যাকআপ হিসেবে রুবেলকে নেওয়া। যেহেতু তিনজন পেসার আবার আছেই। চার নম্বর হিসেবে রুবেলকে নেওয়া।’