অলিম্পিকে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী?

সৌরভ গাঙ্গুলী। ছবি: এএফপি
সৌরভ গাঙ্গুলী। ছবি: এএফপি
>ভারতীয় অলিম্পিক দলের শুভেচ্ছা দূত হতে চিঠি পাঠানো হয়েছে সৌরভ গাঙ্গুলীকে। এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে ভারতীয় দলের শুভেচ্ছা দূত হয়েছিলেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, অভিনেতা সালমান খান ও শুটার অভিনব বিন্দ্রা।

জুলাইয়ে জাপানের রাজধানী টোকিওতে শুরু হচ্ছে বিশ্ব অলিম্পিক। অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সাজ সাজ রব পড়েছে আগেই। অনেক দেশই নিজেদের অ্যাথলেটদের উদ্বুদ্ধ করতে শুভেচ্ছা দূত নিয়োগ দিচ্ছে। সাধারণত দেশের হয়ে অতীতে অলিম্পিকে পদক জেতা কিংবা দেশের সেরা ক্রীড়াবিদ অথবা অন্য কোনো পেশার ব্যক্তিদেরই এই শুভেচ্ছা দূত হিসেবে দলের সঙ্গে নেওয়া হয়। টোকিও অলিম্পিকে ভারতের অন্যতম শুভেচ্ছা দূত হিসেবে ভাবা হচ্ছে সৌরভ গাঙ্গুলীকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভকে শুভেচ্ছা দূত হিসেবে আমন্ত্রণ জানিয়ে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সংস্থাটি মনে করেন, সৌরভ দেশের সব ক্রীড়াবিদের কাছে উদাহরণ। বিরাট বড় অনুপ্রেরণা। তাঁকে দৃষ্টান্তমূলক এক নেতা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, সৌরভকে শুভেচ্ছা দূত হিসেবে পেলে অলিম্পিকে ভারতীয় দল দারুণ উপকৃত হবে।

বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ এখন ভারতীয় ক্রিকেটের হর্তাকর্তা। অধিনায়ক হিসেবে তাঁকে ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা হিসেবেই ধরা হয়। যদিও ক্রিকেটার হিসেবে সৌরভ কখনোই অলিম্পিকের অংশ ছিলেন না। কিন্তু তারপরেও ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে তাঁর প্রভাব অন্যরকমই। একবিংশ শতকের শুরুতে নিজের দেশের ক্রিকেটের চেহারাই তিনি পাল্টে দিয়েছিলেন নিজের নেতৃত্বগুণ দিয়ে।
সৌরভ অলিম্পিকে শুভেচ্ছা দূত হিসেবে যাবেন কিনা, সেটি এখনো জানা যায়নি। তবে ভারতীয় গণমাধ্যম মনে করে, এ প্রস্তাব সৌরভ গ্রহণ করবেন। অলিম্পিকে ভারতীয় দলের শুভেচ্ছা দূত হওয়াটা যথেষ্ট সম্মানের। রিও অলিম্পিকে টেন্ডুলকার, সালমান খান কিংবা অভিনব বিন্দ্রারা আনন্দের সঙ্গেই পালন করেছিলেন শুভেচ্ছা দূতের দায়িত্ব।