নেইমারের জন্মদিন নিয়ে দুশ্চিন্তা পিএসজির

নেইমারের জন্মদিনও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁর দলের জন্য। ছবি: রয়টার্স
নেইমারের জন্মদিনও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁর দলের জন্য। ছবি: রয়টার্স

জন্মদিন মানেই খুশির ব্যাপার। বড় তারকার জন্মদিন মানে তো উৎসব। কিন্তু নেইমারের জন্মদিন মানেই তাঁর দলের জন্য দুশ্চিন্তা। জন্মদিন যে কখনোই স্বাভাবিকভাবে পালন করেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অবস্থা এখন এমনই দাঁড়িয়েছে, নেইমারের জন্মদিন নিয়ে আগে ভাগে সতর্ক হতে হয় প্যারিস সেন্ট জার্মেইকে।

আগামী ৫ ফেব্রুয়ারি বুধবার ২৮তম জন্মদিন পালন করবেন নেইমার। কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে, অর্থাৎ নেইমারের জন্মদিনের প্রথম প্রহরেই লিগে নঁতের বিপক্ষে ম্যাচ পিএসজির। সে কারণে জন্মদিনের অনুষ্ঠানটি এগিয়ে এনেছেন এই মহাতারকা। সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, এগিয়ে আনা হলেও এবার জন্মদিনে খুব বেশি বাড়াবাড়ি করা হবে না। গত বছর অবশ্য উল্টোটাই করেছিলেন। চোটের কারণে সে সময় মাঠের বাইরে ছিলেন বলেই হয়তো, ২০১৯ সালের জন্মদিনে ৫০০ জনকে নিয়ে ব্রাজিলে এক উৎসবের আয়োজন করেছিলেন। সে অনুষ্ঠানের জন্য স্পনসরও জোগাড় করা হয়েছিল।

গতকাল রাতে মঁপলিয়ের বিপক্ষে ৫-০ গোলের জয়ের পর লিগে বেশ ভালো অবস্থানে আছে পিএসজি। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে প্যারিসের ক্লাবটি, ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। কিন্তু পরের ম্যাচের আগে নেইমারের জন্মদিন দলের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করতে পারে বলে কিছুটা চিন্তিত কোচ টমাস টুখেল, ‘এটা খেলোয়াড়দের মনোযোগে বাধা সৃষ্টি করতে পারে, এটা পরিষ্কার। কিন্তু আমি আমার খেলোয়াড়দের সব সময় আগলে রাখতে পছন্দ করি। কারণ,আমি ওদের খুব ভালোবাসি। যখন কোনো সমালোচনা করার দরকার হয়, সেটা আমি দলের ভেতরের বিষয় হিসেবেই রাখতে চাই। না হলে মনে হতে পারে আমরা পেশাদার নই।’

নেইমারের জন্মদিন নিয়ে চিন্তিত হলেও বিষয়টি স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করছেন টুখেল, ‘কোনো কিছুকে শুধুই সাদা বা শুধুই কালো হিসেবে দেখি না আমি। জানি মানুষ এভাবেই চিন্তা করতে পছন্দ করে। এ কারণেই এ নিয়ে (নেইমারের জন্মদিনের অনুষ্ঠান) বেশি কথা বলব না। তবে স্বীকার করছি, এটা আমাদের মনোযোগ সরিয়ে দিতে পারে।’