জার্সি খুলে আকমলের জিজ্ঞাসা, 'কোথায় চর্বি'?

ফিটনেস ট্রেনারের সামনে জামা খুলেছিলেন উমর। ফাইল ছবি, এএফপি
ফিটনেস ট্রেনারের সামনে জামা খুলেছিলেন উমর। ফাইল ছবি, এএফপি

লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) বিদেশি ফিটনেস ট্রেনারের সঙ্গে বাজে আচরণ করেছেন উমর আকমল। এ অপরাধে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উমরের বিতর্কময় জীবনে নতুন ঘটনা এটি। কিন্তু এনসিএর সেই ট্রেনারের সঙ্গে এমনকি আচরণ করেছিলেন, যার জন্য বড় শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তাঁকে!

পাকিস্তানের জিও নিউজের সাংবাদিক আরফা ফিরোজ জাকি এ নিয়ে একটা টুইট করেছে। তাঁর টুইটেই জানা গেল আসল ঘটনাটা। উমর নাকি ফিটনেস পরীক্ষায় প্রয়োজনীয় নম্বর না পাওয়ায় ফিটনেস ট্রেনারের ওপর খেপে যান। জার্সি খুলে তাঁকে বলেন, ‘বলেন আমার শরীরে চর্বি কোথায়?’

জাকি লিখেছেন,‘ফিটনেস পরীক্ষা দেওয়ার পর উমর এটিতে পাস করার জন্য প্রয়োজনীয় নম্বর পায়নি। প্রতিক্রিয়া হিসেবে সে তাঁর জার্সি খুলে ট্রেনারকে জিজ্ঞেস করে, “বলুন কোথায় আমার চর্বি?”—পিসিবি এখন উমরের এ আচরণের ব্যাপারটি জানতে পেরেছে এবং তাঁর বিরুদ্ধে কড়া একটি সিদ্ধান্তই নেওয়া হচ্ছে বলে জানা গেছে।’