সেই জোকোভিচের হাতেই অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি

অষ্টমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স
অষ্টমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স
পিছিয়ে পড়েও পাঁচ সেটের লড়াইয়ে অস্ট্রিয়ার ডমিনিক থিমকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন নোভাক জোকোভিচ।


মেয়েদের টেনিস নতুন দশকের শুরুতেই পেয়ে গেছে নতুন গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। গতকাল স্পেনের গারবিনিয়ে মুগুরুজাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সোফিয়া কেনিন। তবে পুরুষ টেনিস অনুসরণ করতে পারল না মেয়েদের টেনিসকে। সম্ভাবনা জাগিয়েও নতুন দশকের প্রথম গ্র্যান্ড স্লাম পেল না নতুন চ্যাম্পিয়ন। আজ পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে অস্ট্রিয়ার ডমিনিক থিমকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ একক জিতলেন সেই নোভাক জোকোভিচ।

সেই জোকোভিচ, গত বছরই যিনি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড গড়েছিলেন। নিজের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে আজ সার্বিয়ান তারকা জিতলেন ৬-৪, ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৪ গেমে। তৃতীয়বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে তিনবারই হারলেন থিম।

জোকোভিচের অভিজ্ঞতার কাছেই মূলত হেরেছেন থিম। প্রথম সেটটা জয়ের পর খেই হারিয়েছিলেন ‘জোকার’ জোকোভিচ। দ্বিতীয় সেটের নবম গেমে নিজের সার্ভে সময়বিধি ভঙ্গের অভিযোগ সতর্ক করা হয় হয় দ্বিতীয় বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করা জোকোভিচকে। এরপর টানা ৬টি গেম হারেন aj ১৭তম গ্র্যান্ড স্লাম জেতা জোকোভিচ। দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে এগিয়ে যান থিম।

ফাইনালের আগে মাত্র একটি সেট হারা জোকোভিচ এরপর ঘুরে দাঁড়ালেন কী দারুণভাবেই না। কখনোই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কিংবা সেমিফাইনালে না হারা জোকোভিচ পরের দুই সেট জিতে নেন সহজেই।

অস্ট্রেলিয়ান ওপেন জিতে রাফায়েল নাদালকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরে পাওয়াটাও নিশ্চিত করলেন জোকোভিচ। আটটি অস্ট্রেলিয়ান ওপেন ছাড়াও পাঁচটি উইম্বলডন, তিনটি ইউএস ওপেন ও একটি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন জোকোভিচ। জোকোভিচের চেয়ে পুরুষ টেনিসে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন শুধু রজার ফেদেরার (২০) ও রাফায়েল নাদাল (১৯)।