বোকার মতো ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড, শোয়েবের মত

নিউজিল্যান্ড ক্রিকেট দলের তীব্র সমালোচনা শোয়েবের। ফাইল ছবি
নিউজিল্যান্ড ক্রিকেট দলের তীব্র সমালোচনা শোয়েবের। ফাইল ছবি
>

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার মনে করেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড খেলেছে বোকার মতো

শোয়েব আখতার কিছুতেই মেনে নিতে পারছেন না নিউজিল্যান্ডের ব্যর্থতা। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হেরেছে কিউইরা। রোববার সিরিজের শেষ ম্যাচে জয়ের অবস্থানে থেকেও শেষ পর্যন্ত তারা হার মেনেছে ৭ রানে। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন বোকার মতো ক্রিকেট খেলেই সিরিজটা হেরেছে কেন উইলিয়ামসনের দল।

সিরিজের ফল কিন্তু কিছুতেই বোঝাতে পারছে না, কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ছিল এটি। প্রথম দুই ম্যাচে ভারত যথাক্রমে ৬ ও ৭ উইকেটে জিতলেও পরের দুটি ম্যাচে কোহলিরা জিতেছে সুপার ওভারে গিয়েই। গতকাল তো ১৬৩ রান করেই ম্যাচটা জিতল ভারত। শোয়েব মনে করেন, একটু মাথা খাটিয়ে খেললে এ সিরিজটাই নিউজিল্যান্ডের পক্ষে ৩-২ হতে পারত।

ইদানীং ইউটিউব চ্যানেলে খুবই ব্যস্ত শোয়েব। ক্রিকেট সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে ইউটিউবেই তিনি তুলে ধরছেন নিজের মতামত। নিউজিল্যান্ড-ভারত সিরিজ নিয়ে তাঁর বক্তব্য খুবই পরিষ্কার, নিউজিল্যান্ড বোকার মতো ক্রিকেট খেলেই হেরেছে। তিনি কিউই ক্রিকেটারদের বল-প্রতি রান পরিস্থিতে কীভাবে ব্যাটিং করতে হয়, সেটা শিখতে বলেছেন, ‘রীতিমতো বোকার মতোই ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড। যেভাবে হারতে দেখলাম তাদের, তাতে অন্য কিছু আর বলতে ইচ্ছা করছে না। আমার তো মনে হয় নিউজিল্যান্ডের উচিত বল-প্রতি রান পরিস্থিতিতে কীভাবে ব্যাটিং করতে হয় সেটি শেখা। শেষ ম্যাচে তো বল-প্রতি রানও দরকার ছিল না, ওই অবস্থাতেই ওরা হেরে গেল!’

শোয়েবের মতে বোকার মতো ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড। ছবি: এএফপি
শোয়েবের মতে বোকার মতো ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড। ছবি: এএফপি

শোয়েব সমালোচনা করেছেন রস টেলরের মতো সিনিয়র ক্রিকেটারেরও, ‘ওরা বারবারই এক ওভারে বেশি উইকেট হারাচ্ছে। রস টেলরের মতো সিনিয়র ক্রিকেটারও ম্যাচ শেষ করে আসতে পারছেন না। জানি না এটা কোন ব্র্যান্ডের ক্রিকেট। আমি মনে করি এটা বুদ্ধি হীনতায় ভরা একটা পারফরম্যান্স।’

ভারতীয় ক্রিকেট দলের প্রশংসাটা করতে ভোলেননি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব, ‘ভারতীয় দলকে এ অসাধারণ বিজয়ের জন্য সম্ভাষণ জানাই। তারা সুযোগ কাজে লাগিয়েছে দারুণভাবেই।’

যশপ্রীত বুমরার বোলিংয়ে বারবার বিপাকে পড়েছে নিউজিল্যান্ড। এ সিরিজে তিনিই যে ভারতীয় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সেটি চোখ এড়ায়নি সাবেক পাকিস্তানি পেসারের, ‘বুমরা, নবদীপ শাইনি, শার্দুল ঠাকুররা ছিল অসাধারণ। এরাই ভারতীয় সাফল্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই ভারতীয় দল চাপ সামলাতে দক্ষ। তবে নিউজিল্যান্ড বাচ্চাদের মতো খেলেছে। সমালোচনা ওদের প্রাপ্য।’