১১৭৮ কোটি টাকার ভুল

ভুল দলে এসেছেন ফেলিক্স? ছবি: লা লিগা টুইটার
ভুল দলে এসেছেন ফেলিক্স? ছবি: লা লিগা টুইটার

‘নতুন রোনালদো’ নামে খুব বেশি দিন পরিচিত হতে হয়নি। ছয় মাসেই যে চমক দেখিয়েছেন, তাতে জোয়াও ফেলিক্স নামটাই পরিচিতি পেয়ে গেছে। ইউরোপা লিগ ও পর্তুগিজ লিগে গতি ও ড্রিবলিং দিয়ে ডিফেন্ডারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছেন। আঁতোয়ান গ্রিজমানকে বার্সেলোনার কাছে হারানোর পর তাই নতুন তারকা খুঁজতে গিয়ে জোয়াও ফেলিক্সকেই পছন্দ হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। ১২৬ মিলিয়ন ইউরো (১১৭৮ কোটি ৫০ লাখ টাকা) খরচ করে ফেলিক্সকে নিয়ে এসেছে অ্যাটলেটিকো।

নতুন ক্লাবে এসে এখন পর্যন্ত দলবদলের অঙ্কটা সঠিক প্রমাণ করতে পারেননি। ১৯ বছর বয়সে নতুন ক্লাবে এসে মানিয়ে নিতে সময় লাগছে। ২৩ ম্যাচে এখন পর্যন্ত ৪ গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২ গোল। অর্ধ মৌসুম শেষ হতে না হতেই দলবদলের সাফল্য-ব্যর্থতা বিবেচনা করাটা ঝুঁকিপূর্ণ। তবু সাবেক রিয়াল মাদ্রিদ ও ডাচ্‌ মিডফিল্ডার রাফায়েল ফন ডার ভার্ট বলছেন এ দলবদল ভুল হয়েছে।

এ সপ্তাহেই হয়ে গেছে ঘরোয়া ফুটবলের শেষ ‘মাদ্রিদ ডার্বি’। সে ম্যাচে চোটের কারণে খেলা হয়নি ফেলিক্সের। ফন ডার ভার্টের চোখে শনিবার ফুটবল খেলার কোনো চেষ্টা করেনি ডিয়েগো সিমিওনের দল। আর এ কারণেই তাঁর মনে হচ্ছে, দল বাছাই করতে বড় ভুল করেছেন ফেলিক্স। মাদ্রিদ ডার্বি নিয়ে বলতে গিয়ে তরুণ পর্তুগিজ উইঙ্গারকে নিয়েই কথা বলেছেন সাবেক ডাচ্‌ মিডফিল্ডার, ‘জোয়াও ফেলিক্স ভালো খেলোয়াড়। কিন্তু সে ভুল ক্লাবে আছে। ওরা যখন পর্তুগিজ এই স্ট্রাইকারকে নিল, ভাবলাম সিমিওনে বোধ হয় বদলাবেন এবং নতুন ধরনের ফুটবল (আক্রমণাত্মক) খেলাবেন। কিন্তু তা আর হলো কই। আমি জানি জেতাটা গুরুত্বপূর্ণ। কিন্তু এমন প্রতিশ্রুতিশীল একজন খেলোয়াড় আছে আপনার, আপনার তো খেলার ধরন এমন করতে হবে, যাতে সে ভালো খেলতে পারে।’

ছয় মাস আগে পুরো ইউরোপ যাকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, তাঁর এমন পতন দেখে দুঃখ পাচ্ছেন ফন ডার ভার্ট। আর পেছনে পুরো দায় দিচ্ছেন সিমিওনেকে, ‘অ্যাটলেটিকো মাদ্রিদ রক্ষণে পুরো মনোযোগ দিয়ে প্রতি–আক্রমণে খেলে পুরো সময়। আমার মতে, ফেলিক্স ভুল ক্লাবে গেছে এবং ভুল কোচের অধীনে খেলছে।’