যুদ্ধ ভেবেই পাকিস্তানে যাচ্ছেন মুমিনুলরা

মুমিনুলদের প্রস্তুতি আদর্শ হয়নি বলে জানিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। ফাইল ছবি
মুমিনুলদের প্রস্তুতি আদর্শ হয়নি বলে জানিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। ফাইল ছবি

বিসিএলের প্রথম পর্ব খারাপ কাটেনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের। মিরপুরে তামিম ইকবাল খেলেছেন অপরাজিত ৩৩৪ রানের স্মরণীয় এক ইনিংস। ৬ উইকেট নিয়ে পূর্বাঞ্চলকে ইনিংস ও ৯ রানে ম্যাচ জিতিয়েছেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন দাস খেলেছেন ম্যাচ বাঁচানো সেঞ্চুরি।

পারফরম্যান্সের বিচারে রাওয়ালপিন্ডি টেস্টের প্রস্তুতি ভালোই বলতে হবে বাংলাদেশের। তবে রাসেল ডমিঙ্গোর চোখে এটি মোটেও আদর্শ প্রস্তুতি নয়, ‘এটা আদর্শ নয় (প্রস্তুতি)। টেস্ট ম্যাচ খেলতে আপনি অন্তত সাত কিংবা আট দিন আগে সেখানে যাওয়ার চেষ্টা করবেন। একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন। দুই দিন অনুশীলন করবেন। প্রস্তুতিটা আমাদের জন্য ভালো হয়নি। তবে এটা নিয়ে করার কিছু নেই। ছেলেরা এখানে অনুশীলন করছে। আমরা সেখানে পৌঁছাব বুধবার সকালে। বৃহস্পতিবার অনুশীলন করব (রাওয়ালপিন্ডিতে)। শুক্রবার টেস্ট খেলব। (প্রস্তুতির দিক দিয়ে) এটাকে ভালো বলা যায় না।’

শুধু এই বিষয়টি নয়, বাংলাদেশের যে উইকেট-কন্ডিশনে খেলেছেন ক্রিকেটাররা, রাওয়ালপিন্ডিতে সেটি হবে না, ডমিঙ্গো আগেই জানিয়ে রাখলেন, ‘এখানে যে উইকেটে খেলোয়াড়েরা খেলেছে, তেমন গতি-বাউন্স ছিল না। রাওয়ালপিন্ডিতে গতি-বাউন্স থাকবে। এটা বড় চ্যালেঞ্জই হতে যাচ্ছে।’

এক দিন আগে গিয়ে প্রতিপক্ষের মাঠে টেস্টে ভালো করা আসলেই কঠিন। এ বাস্তবতা মেনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক এ সফরকে একটা যুদ্ধ হিসেবেই দেখছেন, ‘এটা আমাদের হাতে নেই। এটা নিয়ে মন্তব্য করাও কঠিন। যেহেতু হাতে নেই, এটা আবহাওয়ার মতোই ব্যাপার, নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেটা হাতে আছে আমাদের সেটা নিয়ে যেতে হবে। যুদ্ধে যাওয়ার আগে কখনো কখনো কিছু করার থাকে না। এ পরিস্থিতিতে দলের সবাই যে যেভাবে মানিয়ে নিতে পারে, সেটাই চেষ্টা করি আরকি! আগে থেকে এ রকম নেতিবাচক চিন্তা না করে আমার মনে হয় যা সম্বল আছে, তা নিয়ে এগিয়ে যাওয়াই ভালো।’

রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে কাল সন্ধ্যায় পাকিস্তানে রওনা দিচ্ছে বাংলাদেশ। এবার অবশ্য সরাসরি ফ্লাইট নয়, বাংলাদেশ যাচ্ছে দোহা হয়ে। রাওয়ালপিন্ডিতে মাত্র এক দিনের অনুশীলন করার ব্যাপার তো আছেই, ভ্রমণের ঝক্কি নিয়েও ভাবতে হচ্ছে মুমিনুলদের।