দুই বোলার করবেন এক ওভার, ক্রিকেটের নতুন নিয়ম?

নিউজিল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজে সুপার ওভার দেখা গেছে টানা দুই ম্যাচে। ছবি: রবি শাস্ত্রীর টুইটার পেজ
নিউজিল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজে সুপার ওভার দেখা গেছে টানা দুই ম্যাচে। ছবি: রবি শাস্ত্রীর টুইটার পেজ
>

সুপার ওভারে দুজন বোলার ব্যবহারের পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও রংপুর রাইডার্সের সাবেক কোচ টম মুডি

সামাজিক যোগাযোগমাধ্যমের এই এক সুবিধা। যেকোনো বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা যায়। দুই দশক আগেও খেলা নিয়ে এত আলোচনার সুযোগ ছিল না। মানে, কী ভাবছেন সেটা জানালেও তা খুব বেশি মানুষের কাছে পৌঁছাত না। সামাজিক যোগাযোগমাধ্যম চলে আসায় পাল্টেছে দৃশ্যপট। ক্রীড়াবিদেরা এ সুযোগটাই নিচ্ছেন। ক্রিকেটারদের কথাই ধরুন, খেলা নিয়ে নানা বিশ্লেষণের পাশাপাশি মতামতও দিচ্ছেন তারা। জিমি নিশাম যেমন কদিন আগে ‘মানকাড’ আউটে নতুন নিয়ম চালুর কথা বললেন। তেমনি টম মুডি এবার পড়লেন সুপার ওভার নিয়ে। রংপুর রাইডার্সের সাবেক এ কোচ সুপার ওভারে নিয়ম পাল্টানোর পরামর্শ দিলেন।

সুপার ওভার নিয়ে টম মুডির টুইট। ছবি: টুইটার
সুপার ওভার নিয়ে টম মুডির টুইট। ছবি: টুইটার

সুপার ওভার নিয়ে হঠাৎ আলোচনা শুরুর কারণ নিউজিল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজ। সদ্য শেষ হওয়া এ সিরিজে তৃতীয় ও চতুর্থ ম্যাচের নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে। এ ছাড়াও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া নারী দলের মধ্যকার ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। ম্যাচ টাই হলে এক ওভারের এ লড়াইয়ের নিয়ম নিয়ে আপত্তি আছে অনেকেরই। বিশেষ করে গত বিশ্বকাপ ফাইনালে এ নিয়ে বিতর্কও হয়েছিল। খুব অল্প সময়ের ব্যবধানে তিনটি ম্যাচ সুপার ওভারে গড়ানোয় নিয়মটা ভাবাচ্ছে মুডিকে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমানে কোচ মুডি টুইট করেছেন এ নিয়ে। টুইটে তাঁর দুটি পরামর্শ, ‘এক, সুপার ওভারে নতুন করে টস করা হোক। দুই, সুপার ওভারে বোলিং দল দুজন বোলার বাছাই করবে, যারা ৩টি করে বল করবে।’

মুডির এ টুইটে কয়েকজন ক্রিকেটার, ধারাভাষ্যকার ও সংবাদকর্মী মন্তব্য করেন। নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকলেনেহান লেখেন, ‘ঠিক আছে। আবার ম্যাচের মেজাজ বুঝে দুজন বোলারকে যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে।’ বাঁহাতি এ পেসার সম্ভবত বোঝাতে চেয়েছেন, সুপার ওভারে খেলার পরিস্থিতি ও ব্যাটসম্যান বুঝে দুজন বোলারকে বলে বলে পরিবর্তন করানোরও সুযোগ থাকা হোক।

মুডির টুইটটি রি-টুইট করে নিজের মতামত দেন হার্শা ভোগলে। ছবি: টুইটার
মুডির টুইটটি রি-টুইট করে নিজের মতামত দেন হার্শা ভোগলে। ছবি: টুইটার

নিয়ম অনুযায়ী, ম্যাচে পরে ব্যাট করা দল সুপার ওভারে আগে ব্যাট করে থাকে। মুডির মতে, এটা সমাধান হওয়া উচিত টসে। এর সমর্থনে পাকিস্তানের সংবাদকর্মী মাজহার আরশাদ মুডির টুইটে উদাহরণও দিয়েছেন, ‘ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সুপার ওভারে টস করা হয়। বিষয়টি অর্থপূর্ণ।’ নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার সাইমন ডৌল মুডির টুইটে তুলে এনেছেন গ্রান্ট এলিয়টের প্রসঙ্গ। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান এলিয়ট কদিন আগে সুপার ওভারে খেলোয়াড় বাছাই করা নিয়ে মতামত দিয়েছেন আইসিসিকে উদ্দেশ্য করে। ডৌল তার সমর্থন করে মুডির টুইটে মন্তব্য করেন, ‘গ্রান্ট এলিয়টের কথা পছন্দ হয়েছে। মূল ম্যাচে যারা নট আউট (ব্যাটসম্যান) ছিল তাদের ব্যবহার করা যাবে। অলআউট হয়ে গেলে প্রতিপক্ষ অন্য দুজনকে বাছাই করবে। মূল ম্যাচে বল না করা বোলারদের বাছাই করবে ব্যাটিং দল।’

মুডির টুইটটি রি-টুইট করে মন্তব্য করেছেন ভারতের খ্যাতনামা ধারাভাষ্যকার হার্শা ভোগলে, ‘আমিও তাই বিশ্বাস করি। তবে দ্বিতীয় সুপার ওভারের ক্ষেত্রে অন্য বোলার ও ব্যাটসম্যানদের ব্যবহার করা উচিত। প্রথম সুপার ওভারের ব্যাটসম্যানরা আর ব্যাট করতে পারবে না।’