ক্লাব দেয়নি, তাই ব্রাজিল দলে খেলা হলো না তাঁর

আর্সেনালের জার্সিতে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ছবি: ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ টুইটার পেজ
আর্সেনালের জার্সিতে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ছবি: ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ টুইটার পেজ
>

ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলে ডাক পেয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। কিন্তু তার ক্লাব আর্সেনাল দেশের হয়ে খেলার জন্য মার্তিনেল্লিকে ছাড়েনি

দেশের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন থাকে সব ক্রীড়াবিদের। সেটি হোক জাতীয় দল কিংবা অলিম্পিকের অনূর্ধ্ব-২৩। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে টোকিও অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছিলেন। আর্সেনাল তাতে জল ঢেলে দিয়েছে। ইংলিশ ক্লাবটি দেশের হয়ে খেলার জন্য তাঁকে ছাড়েনি বলে জানিয়েছেন মার্তিনেল্লি নিজেই।

আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমটা ভালোই কাটছে মার্তিনেল্লির। প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে খেলার জন্য অনূর্ধ্ব-২৩ দলে এ জন্যই ১৮ বছর বয়সী ফরোয়ার্ডকে ডেকেছিল ব্রাজিল। অনূর্ধ্ব-২৩ দলে এর মধ্যেই দুই ম্যাচ খেলা মার্তিনেল্লি প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে ভালো করে জায়গা করে নিতে চেয়েছিলেন অলিম্পিকের মূল দলে। ১৮ জানুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্ট শেষ হবে ৯ ফেব্রুয়ারি। কিন্তু আর্সেনাল তাঁকে খেলার জন্য ছাড়েনি। নিজেদের প্রয়োজনেই এমন সিদ্ধান্ত নেয় গানাররা।

সংবাদমাধ্যম ‘ইউওএল’কে মার্তিনেল্লি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিতে পারলে অবশ্যই খেলতাম। কিন্তু সবাই জানত এটা খুব কঠিন। এমন এক সময়ে (ডাক) পেয়েছি যখন আর্সেনালের প্রথম একাদশের হয়ে খেলছি, এ কারণেই তারা (আর্সেনাল) আমাকে ছাড়েনি। ব্রাজিল দলের সমন্বয়ক জুনিনহো পউলিস্তা আমাকে ফোন করে পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছিলেন এটা আমার জীবনের সেরা সুযোগ, নিজের সর্বস্ব নিংড়ে দেওয়া উচিত।’

জাতীয় দলে খেলায় ক্লাবের ‘না’—ফুটবলমহলে এটি নতুন কিছু না। ক্লাব নিজেদের প্রয়োজনেই অনেক সময় খেলোয়াড়দের ধরে রাখে। যুব বা অলিম্পিক দলের ক্ষেত্রে এটাই প্রচলিত সব বড় দলের ক্ষেত্রে। মার্তিনেল্লির ক্ষেত্রেও তাই ঘটেছে। আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ২১ ম্যাচে করেছেন ১০ গোল। ১৯৯৮-৯৯ মৌসুমে আর্সেনালের নিকোলাস আনেলকার পর দ্বিতীয় কিশোর ফুটবলার হিসেবে মৌসুমে ১০ গোল করা মার্তিনেল্লির গোলসংখ্যা আহামরি কিছু না হলেও সমস্যা অন্য জায়গায়। নিষেধাজ্ঞায় রয়েছেন আর্সেনালের আক্রমণভাগে মূল ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াং। তার জায়গায় খেলতে হচ্ছে মার্তিনেল্লিকে।

বাবার সূত্র ধরে মার্তিনেল্লি ইতালির নাগরিকও। অর্থাৎ ইতালির হয়েও খেলার সুযোগ রয়েছে তার। মার্তিনেল্লি জানিয়েছেন, শেষ পর্যন্ত কোন দেশের হয়ে খেলতে চান সেটি বলে দেবে সময়, ‘বাবার কারণে ইতালিয়ান পাসপোর্ট আছে। তাই ব্রাজিল ও ইতালির হয়ে খেলার সুযোগ আছে। আর্সেনালের হয়ে খেলতে থাকি, পরের কী ঘটে সেটি তখন দেখা যাবে।’