চোট কাটিয়ে ফিরছেন মুশফিক-সাইফউদ্দিন

>বিসিএলের দ্বিতীয় পর্ব খেলবেন মুশফিকুর রহিম। তৃতীয় পর্ব দিয়ে ক্রিকেটে ফিরবেন মোহাম্মদ সাইফউদ্দিন।
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

হ্যামস্ট্রিংয়ের চোট সেরে গেছে মুশফিকুর রহিমের। ম্যাচে ফেরার জন্য তৈরি তিনি। চলমান বিসিএলের দ্বিতীয় পর্ব থেকে খেলবেন বিসিবি উত্তরাঞ্চলের হয়ে। ইমরুল কায়েসও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলেন। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে বিসিএলের দ্বিতীয় পর্ব দিয়ে ক্রিকেটে ফিরবেন তিনিও।
বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী আজ বিষয়টি নিশ্চিত করেছেন, ‘মুশফিক ও ইমরুলের হ্যামস্ট্রিং আর পায়ের পেশির সমস্যা ছিল। এর মধ্যে ওদের পুনর্বাসনপ্রক্রিয়াও চলছিল। মুশফিকের চোট গ্রেড-ওয়ান হওয়ায় আমরা আশা করেছিলাম, সুস্থ হতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লাগবে। ইমরুলের চোটে আরও সময় লাগতে পারত। আজ দুজনেরই পরীক্ষা নেওয়া হয়েছে। খুব সন্তোষজনকভাবে ওরা পরীক্ষায় উতরে গেছে। এখন দুজনই খেলার জন্য ফিট আছে।’
চোট কাটিয়ে সুস্থ হয়েছেন লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে পুরো রানআপে বোলিং করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। বিসিএলের তৃতীয় পর্ব থেকে খেলার কথা সাইফউদ্দিনের।
আজ সাইফউদ্দিন বলছিলেন, ‘লম্বা সময় পর ফুল রানআপে বোলিং করেছি। চিন্তিত ছিলাম লাইন-লেংথ নিয়ে। আজ দেখালাম ভালোই আছে। আরও এক সপ্তাহর মতো সময় আছে। জাতীয় দলের ফিজিও আমাকে বিসিএলের তৃতীয় পর্ব থেকে খেলতে বলেছে। এই এক সপ্তাহে ফিটনেসে আরও উন্নতি করতে পারব।’
সাইফউদ্দিনের চোখ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। সব ঠিক থাকলে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় পাঁচ মাস পর আবার জাতীয় দলে ফিরতে চান তিনি, ‘আশা আছে। চিকিৎসক দল ছাড়পত্র দিয়েছে। এখন বাকিটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে।’