আবাহনীর খেলোয়াড়দের মানসিকতার বদল চান কোচ

আবাহনীর খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন চান কোচ মারিও লোমেস। ছবি: প্রথম আলো
আবাহনীর খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন চান কোচ মারিও লোমেস। ছবি: প্রথম আলো

মাজিয়ার বিপক্ষে ড্র করে বেশ হতাশ আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস। তিনি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উগরে দিয়েছেন সব ক্ষোভ। তাঁর নাকি মনে হয়েছে, আবাহনী যেন ঘরোয়া ফুটবলের কোনো দলের বিপক্ষে খেলছে।

লেমোস তাঁর খেলোয়াড়দের মধ্যে বড় ম্যাচের মানসিকতা খুঁজে পাননি, ‘ বড় ম্যাচে যেভাবে খেলা উচিত, সেভাবে খেলতে পারেনি আমার খেলোয়াড়েরা। ম্যাচ জয়ের খিদে দেখা যায়নি। মনে হচ্ছিল মাজিয়া নয়, রহমতগঞ্জের বিপক্ষে খেলছে দল। এই মানসিকতা বজায় থাকলে জেতা সম্ভব হবে না। ’
এএফসি কাপের প্রাথমিক পর্বে মালদ্বীপের ক্লাব মাজিয়ার সঙ্গে ঘরের মাঠে ড্র করে দ্বিতীয় পর্বে যাওয়াটা কিছুটা কঠিনই করে তুলেছে আবাহনী। ১২ ফেব্রুয়ারি মালেতে ফিরতি পর্বের ম্যাচে গোলশূন্য ড্র করলেই পরের পর্বে চলে যাবে মাজিয়া। দ্বিতীয় পর্বে যেতে হলে অবশ্যই জিততে হবে আবাহনীকে। লেমোস নাকি এখন তাঁর দলের খেলোয়াড়দের মানসিকতা বদলের কাজটাই করবেন, ‘এই মানসিকতা বজায় থাকলে মালেতে কোনোভাবেই জেতা সম্ভব নয়। পরবর্তী ম্যাচের আগের সাত দিনে আমার কাজ হবে মানসিকতা পরিবর্তন করা।’