চুল কাটতে ৭০০ মাইল পাড়ি

মস্তক মুণ্ডনের পর কেশবিন্যাসকারী ড্যানিয়েল জনসনের সঙ্গে ছবি তুলেছেন অ্যাশলি ইয়াং। ছবি: ইনস্টাগ্রাম
মস্তক মুণ্ডনের পর কেশবিন্যাসকারী ড্যানিয়েল জনসনের সঙ্গে ছবি তুলেছেন অ্যাশলি ইয়াং। ছবি: ইনস্টাগ্রাম
>লন্ডন থেকে ড্যানিয়েল জনসনকে মিলানে উড়িয়ে নিয়েছেন অ্যাশলি ইয়াং। এর জন্য অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকারও হয়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ৯ বছরের সম্পর্ক চুকিয়ে অ্যাশলি ইয়াং ইন্টার মিলানে নাম লিখিয়েছেন এ বছরই। প্রিয় শহর আর প্রিয় ক্লাব ছাড়লেও পুরোনো কেশবিন্যাসকারীর সঙ্গে সম্পর্কটা ছেদ করতে পারেননি। তাই তো ইংলিশ উইঙ্গারের মস্তক মুণ্ডন করতে লন্ডনের কেশবিন্যাসকারী ড্যানিয়েল জনসনকে পাড়ি দিতে হয়েছে ৭০০ মাইল পথ!

লন্ডন থেকে তাঁকে মিলানে উড়িয়ে নিতে সব ব্যবস্থাই করেছেন ইয়াং। নিজের কেশবিন্যাস (মস্তক মুণ্ডন!) হয়ে যাওয়ার পর জনসনের সঙ্গে একটি ছবি তুলে নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন। সেই ছবিটাই আবার নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন জনসন। নিচে একটি ক্যাপশন লিখেছেন, ‘(কেশবিন্যাসের জন্য আমি) বিশ্বের যেকোনো জায়গায় আছি!’

জনসনের ছবিটি ইনস্টাগ্রামে দেওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচার শিকার হতে শুরু করেন ইয়াং। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘এর পেছনে কত খরচ হয়েছে? ৫ পাউন্ডের একটি রেজার দিয়ে তো এটা নিজেই করা যায়!’