ভুলটা ব্যাটসম্যানদের, মনে করেন নাজমুল

ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন। ছবি: এএফপি
ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন। ছবি: এএফপি
রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম দিনে বাংলাদেশের রান একটু কম হয়েছে বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটসম্যানদের ভুল ও দ্বিতীয় দিনের লক্ষ্য জানালেন তিনি


রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম দিনে কেমন খেলল বাংলাদেশ? শুধু স্কোরে তাকিয়ে বলা যায়, একেবারে মন্দ কাটেনি। কিন্তু খেলা দেখে থাকলে মনে হবে, প্রথম দিনটা পার করে আসা উচিত ছিল। উইকেটও ছিল বেশ ভালো। ভুলটা ব্যাটসম্যানদের বলেই মনে করেন নাজমুল হোসেন শান্ত।

সকালের সেশনে ৩ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়েছিল বাংলাদেশ। মুমিনুল হক ও শান্ত মিলে শুরুর বিপর্যয় মেরামত করেন। কিন্তু দুজনের কেউ-ই ইনিংস বড় করতে পারেননি। আসলে কোনো ব্যাটসম্যানই ইনিংস বড় করতে পারেননি। মোহাম্মদ মিঠুনের ৬৩, শান্তর ৪৪, লিটন দাসের ৩৩, মুমিনুলের ৩০ ও মাহমুদউল্লাহর ২৫—এসব ইনিংস ভালো শুরু পেয়েও লম্বা হয়নি। পঞ্চাশোর্ধ্ব রানের জুটি ছিল তিনটি, এর মধ্যে দুটি জুটি-ই ষষ্ঠ ও সপ্তম উইকেটে। অর্থাৎ টপ অর্ডারে বড় জুটি হয়নি।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শান্ত তাই বললেন, ‘ভালো জুটি করতে পারিনি, ১০০ কিংবা তার বেশি রান। আমি, মুমিনুল-মাহমুদউল্লাহ ভাই ছোট ছোট জুটি গড়ে আউট হয়েছি। এটা কিছুটা হতাশার।’ রাওয়ালপিন্ডির উইকেটেরও প্রশংসা করলেন শান্ত, ‘আজকের উইকেট খুব ভালো ছিল। তবে প্রথম ৫-৬ ওভারে মুভমেন্ট ছিল। খুব একটা গতিময় নয়।’

এমন উইকেটে পাকিস্তানের বোলাররা ধৈর্য ধরে সারা দিন একই জায়গায় বল করেছে। শান্ত মনে করেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুলটা ঠিক এখানেই, ‘ওরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভালো জায়গায় বোলিং করেছে। রান করা সহজ ছিল না উইকেটটা যতই ভালো থাকুক। আমরা ব্যাটসম্যানরা এখানেই ভুল করেছি, যদি আরেকটু ধৈর্য ধরে আরেকটু খেলতাম শেষ দিকে ব্যাটসম্যানরা আরেকটু ভালো স্কোর গড়তে পারত। আজকের দিনের পুরোটা খেলা উচিত ছিল।’

কিন্তু এখন আর প্রথম ইনিংসের ভুল-ত্রুটি নিয়ে অনুতাপের সুযোগ নেই। কাল দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবে পাকিস্তান। তাদের যত দ্রুত সম্ভব অলআউট করাই হবে রুবেল-তাইজুলদের লক্ষ্য। শান্ত তাই বললেন, ‘যেটা হয়ে গেছে, গেছে। দ্বিতীয় ইনিংস নিয়ে চিন্তা করছি। যদি ভালো জায়গায় বোলিং করতে পারি ভালো কিছুই হবে। আমরা কিছু কম রান করেছি। কাল দ্রুত কিছু উইকেট নিতে পারলে ভালো হয়।’

তবে প্রথম ইনিংসে ২৩৩ রান তুলেও শান্ত মনে করেন দল নিরাপদ জায়গাতেই আছে। সরাসরি এ প্রশ্নের জবাবে শান্তর ভাষ্য, ‘আমি বিশ্বাস করি। যদি ভালো জায়গায় বোলিং করতে পারি, তাহলে সেটা ভালো হবে। পাকিস্তানি বোলাররা ভালো জায়গায় করেছি। একইভাবে আমরাও যদি করতে পারি দ্রুত উইকেট নিতে পারি, তাহলে আমাদের ভালো কিছু হতে পারে।’