বাংলাদেশের ফুটবলারকে চিকিৎসার টাকা দিল ফিফা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার মাসুক মিয়া জনিকে চিকিৎসা বাবদ অনুদান দিয়েছে ফিফা
বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মাসুক মিয়া জনি। ছবি: প্রথম আলো
বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মাসুক মিয়া জনি। ছবি: প্রথম আলো

মাসুক মিয়া জনি খুবই খুশি। ফিফাকে ধন্যবাদ দিয়ে আজ বললেন, ‘কোনো ফুটবলার চোট পেলে তাঁর পাশে দাঁড়ানো উচিত সবার। ফিফা আমার পাশে দাঁড়িয়েছে এ জন্য ভীষণ ভালো লাগছে।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই মিডফিল্ডারকে ফিফা ৪ লাখ টাকা চিকিৎসা বাবদ অনুদান দিয়েছে। জাতীয় দলের ম্যাচে বা ক্যাম্পে চোট পেলে খেলোয়াড়দের আর্থিক সহায়তা দিতে ‘ক্লাব প্রোটেকশন স্কিম’ আছে ফিফার। তার অধীনেই জনিকে এই অনুদান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম বলেছেন, ‘জনির চিকিৎসাবাবদ প্রয়োজনীয় সব কাগজপত্র আমরা ফিফার কাছে পাঠাই। আপাতত ৫২ দিনের খরচ হিসেবে তাঁকে এ অনুদান দেওয়া হয়েছে। পুরোপুরি ফিট হতে যদি আরও টাকা লাগে, ফিফা দেবে।’ চোটের কারণে ফিফার কাছ থেকে অনুদান পাওয়া বাংলাদেশের দ্বিতীয় ফুটবলার হলেন জনি। এর আগে আবাহনীর ফরহাদ ফিফার এক লাখ টাকা অনুদান পেয়েছেন।

গত ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচের আগে তাজিকিস্তান জাতীয় দলের অনুশীলনে বড় ধরনের চোট পান জনি। বসুন্ধরা কিংস সতীর্থ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের সঙ্গে সংঘর্ষে লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। সেই থেকে মাঠের বাইরে আছেন জেমি ডের আস্থাভাজন এ ফুটবলার। ঢাকায় তাঁর অস্ত্রোপচারের সব খরচ বহন করছে বসুন্ধরা কিংস। তবে চার মাস পার হলেও তাঁর মাঠে ফিরতে আরও সময় লাগবে। জনি বলেন, ‘১৩ ফেব্রুয়ারি লিগের প্রথম পর্বে মনে হয় না খেলতে পারব। তবে দ্বিতীয় পর্ব থেকে খেলতে পারব আশা করি।’