'বুড়ো' রোনালদোকে চায় না বায়ার্ন

জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার রোনালদোকে দলে ভেড়ানোর কোনো ইচ্ছাই নেই বায়ার্ন মিউনিখের। ছবি: রয়টার্স
জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার রোনালদোকে দলে ভেড়ানোর কোনো ইচ্ছাই নেই বায়ার্ন মিউনিখের। ছবি: রয়টার্স
>সময়ের অন্যতম সেরা ফুটবলার হতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তুরিন থেকে তাঁকে মিউনিখে উড়িয়ে আনতে চায় না বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ

ফুটবল বিশ্বটাই এমন—কোন সূত্র ধরে যে কী গুঞ্জন উঠবে তা কেউই বলতে পারে না! এই সময়ে ইউরোপের ফুটবল আকাশে তেমনই এক গুঞ্জন উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে—পর্তুগিজ উইঙ্গার তুরিন ছেড়ে পাড়ি জমাতে পারেন মিউনিখে! গুঞ্জনের সূত্র তাঁর ৩৫তম জন্মদিনে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া মার্সিডিজ গাড়ি। সেটির সর্বশেষ রেজিস্ট্রেশন করা হয়েছে বাভারিয়ার ফাফেনহোফেন থেকে। ব্যস, দুইয়ে দুইয়ে চার মিলিয়ে চলছে রোনালদোর বায়ার্ন মিউনিখে যাওয়ার গুঞ্জন!

এই গুঞ্জনে অবশ্য ঠান্ডা পানি ঢেলে দিয়েছেন জার্মান বুন্দেসলিগার ক্লাবটির প্রেসিডেন্ট হারবার্ট হেইনার। ৩৫ বছর বয়সী একজন ফুটবলারকে নিয়ে দলের বোঝা বাড়াতে চান না তিনি, ‘এটা ঠিক যে আমরা কাকে দলে ভেড়াতে চাই তা নিয়ে সংবাদমাধ্যমে অনেক কিছুই লেখা হচ্ছে। অনেকের নামও আসছে। কিন্তু রোনালদোকে দলে টানার কোনো ইচ্ছা আমাদের নেই। তার বয়সটা একটু বেশিই।’

পঁয়ত্রিশ পেরিয়ে ছত্রিশে পা রাখলেও রোনালদো কিন্তু আছেন দুর্দান্ত ফর্মে। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখানোর পর ইতালির ক্লাবটিতে সেরা সময় কাটাচ্ছেন পর্তুগালের অধিনায়ক। চলতি মৌসুমে জুভেন্টাসের জার্সি সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে করেছেন ১৯ গোল। সিরি ‘আ’তে সর্বশেষ ৯ ম্যাচেই গোল পেয়েছেন রোনালদো। তাঁর এই ফর্মও কি তাহলে বায়ার্ন কর্তৃপক্ষকে খুশি করতে যথেষ্ট নয়? হেইনাররা শুধু পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বয়সটাই দেখছেন!