ভারতকে হারানোর উপায় বলছেন পাকিস্তানি ধারাভাষ্যকার

ভারতকে হারানোর উপায় বলছেন পাকিস্তানি ধারাভাষ্যকার বাজিদ খান।
ভারতকে হারানোর উপায় বলছেন পাকিস্তানি ধারাভাষ্যকার বাজিদ খান।

প্রথমবারের মতো বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় আজ যুব ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ ভারত। রাওয়ালপিন্ডি টেস্ট তো আছেই। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে এই ম্যাচেও।

নিজের দল না খেললেও যুব বিশ্বকাপ ফাইনালে দৃষ্টি আছে ধারাভাষ্যকার ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খানেরও। পাকিস্তানি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার মাজিদ খানের ছেলে বাজিদ কদিন আগেও ধারাভাষ্য দিতে ছিলেন দক্ষিণ আফ্রিকায়। পাকিস্তান যুবারা সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর তিনি চলে এসেছেন রাওয়ালপিন্ডি টেস্টে ধারাভাষ্য দিতে।

টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ায় বাজিদ সূক্ষ্মভাবে দেখেছেন আকবর আলীদের পারফরম্যান্স। আজ রাওয়ালপিন্ডিতে ধারাভাষ্যের ফাঁকে পাকিস্তানের হয়ে ১ টেস্ট ও ৫ ওয়ানডে খেলা এ ব্যাটসম্যান জানালেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স তাঁকে মুগ্ধ করেছে, ‘সব দলের স্পিনাররা দেখলাম এবার ভালো করেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটা কমই দেখা যায়। বাংলাদেশ দল যেভাবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করেছে…মাহমুদুল হাসান অসাধারণ ব্যাটিং করেছে। খুব আঁটসাঁট মনে হয়েছে। দল হিসেবে সব বোলার বোলিং করেছে। বাঁহাতি স্পিনার রকিবুল হাসান দুর্দান্ত বোলিং করেছে। খুবই ধারাবাহিক ছিল সে (১১ উইকেট পেয়েছে)। বেশির ভাগ সময়ে স্টাম্পে বোলিং করেছে। ৮০ শতাংশ বল স্টাম্পে করেছে। এ কারণে সাফল্য পেয়েছে।’

যুব ওয়ানডেতে ভারতের বিপক্ষে মাত্র ৩টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। হেরেছে ১৮টিতে। আরেকটিতে ফল আসেনি। আকবার আলীরাই গত এক বছরে দুটি ফাইনাল হেরেছেন ভারতের কাছে। ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর শ্রীলঙ্কায় এশিয়া কাপের ফাইনাল দুটির দুঃখমোচন তো আছেই, প্রথমবারের মতো একটি বৈশ্বিক শিরোপা জিতে ইতিহাস গড়ারও সুযোগ তাঁদের সামনে। পরিসংখ্যানে চোখ রেখে বাজিদ এ ফাইনালেও ভারতকে এগিয়ে রাখছেন, ‘এ ম্যাচেও ভারত অবশ্যই ফেবারিট। তবে বাংলাদেশ তাদের চ্যালেঞ্জ জানাতে পারে, ভীষণ চাপে রেখে ম্যাচ জিততে পারে। ইতিহাস, পরিসংখ্যান-রেকর্ড, টুর্নামেন্টে পারফরম্যান্সের বিচারে বাংলাদেশের ৪০ শতাংশ সম্ভাবনা দেখছি (জয়ের)। তার মানে এই নয় বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না।’

ভারতকে হারাতে আকবর-রকিবুলদের কিছু করণীয় বলছেন পাকিস্তানি ধারাভাষ্যকার, ‘আগে ব্যাটিং করলে বাংলাদেশে যদি বোর্ডে ভালো রান তুলতে পারে, তখন তাদের বোলাররা লড়াইয়ের পুঁজি পাবে। তাদের বোলাররা জানে কীভাবে সম্মিলিতভাবে আক্রমণ করতে হয়। এটাই তাদের শক্তির দিক। ভারতের বোলিং আক্রমণও খুব ভালো। নতুন বলে তারা ভালো করেছে। ফাস্ট বোলারদের ভালো গতি আছে। স্পিনাররা অসাধারণ। বাংলাদেশের তাই ব্যাটিং বেশি ভালো করতে হবে। কারণ তাদের বোলারদের সামর্থ্য আছে ভারতকে আটকে ফেলার।’