যুবাদের ফাইনাল উপভোগ করতে বললেন মাশরাফি

যুবাদের ফাইনাল উপভোগ করতে বললেন মাশরাফি। ফাইল ছবি
যুবাদের ফাইনাল উপভোগ করতে বললেন মাশরাফি। ফাইল ছবি
>

অনূর্ধ্ব–১৯ দলকে ফাইনালটা উপভোগের আহ্বান জানালেন মাশরাফি বিন মুর্তজা

যুব বিশ্বকাপের ফাইনালে এ মুহূর্তে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। আকবর আলী, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলামদের কাছে অনেক প্রত্যাশা। বাংলাদেশকে প্রথম কোনো বৈশ্বিক শিরোপা এনে দেবেন তাঁরা। দেশের মানুষ অধীর অপেক্ষায়, দক্ষিণ আফ্রিকা থেকে আসবে সুখবর—বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ!

কিন্তু বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেন যুবাদের ওপর থেকে প্রত্যাশার চাপটা সরিয়ে দিতে চাইলেন। যুবাদের উদ্দেশে মাশরাফি বরং বলেছেন, অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটাররা ফাইনালের মতো বড় উপলক্ষটাকে উপভোগ করুক। নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে আজ দুপুরে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘প্রত্যাশা থাকেই, থাকবেই। ১৯ বছরে এগুলো ভাবার সময় কোথায়? চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক ছোট ভাইয়েরা।’ এরপরই তিনি ইংরেজিতে লিখেছেন ,‘প্রাউড টু বি আ বাংলাদেশি।’

মাশরাফির সেই পোস্ট
মাশরাফির সেই পোস্ট

প্রত্যাশার চাপ কাকে বলে, সেটি মাশরাফিদের চেয়ে ভালো আর কে জানেন! তাই বলে ১৯ বছরের উচ্ছ্বল তারুণ্য ওই চাপ নিয়ে ভাববে কেন! মাশরাফি সেটিই মনে করিয়ে দিয়েছেন। উপলক্ষটা উপভোগ করলেই যে সেরাটা বেরিয়ে আসে, আকবর আলীর দলকে সেই মন্ত্রই দিলেন তিনি।