সাইক্লিংয়ের অনুষ্ঠানে এসে জয় উদযাপন ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি তিন দিনের বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ফ্রিস্টাইল স্টান্ট সাইক্লিংয়ের আয়োজন করেছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন। আজ সন্ধ্যায় পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সেটিরই লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান এমপি। অনুষ্ঠান শেষে সাইক্লিং ফেডারেশনের নতুন অফিস উদ্বোধন করতে এসে সেখানে বসেই যুব বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের ক্ষণটা দেখলেন তিনি।

বাংলাদেশের যুবাদের বিশ্বজয় সাইক্লিং ফেডারেশনের অফিসে যেন আনন্দের ঢেউ লাগে। জয়সূচক রানটি আসতেই উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়েন। আর তাতে যোগ দেন ক্রীড়া প্রতিমন্ত্রীও। চেয়ার থেকে লাফিয়ে উঠে করতালি দিয়ে জয় উদ্‌যাপন করেন তিনি। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, সাইক্লিং ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনীরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উচ্ছ্বসিত ক্রীড়া প্রতিমন্ত্রী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই বিজয় পুরো বাঙালি জাতির বিজয়। এই বিজয় ভবিষ্যতে আরও সাফল্য অর্জনে আমাদের উৎসাহিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী সব সময়ই বলতেন আমরা একদিন বিশ্ব জয় করব। আজ সেটারই প্রতিফলন আমরা দেখলাম। আমরা যুব বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন। এটা অনেক বড় গর্বের।’