আকবরদের কাছ থেকে যা শেখার দেখছেন মুমিনুল

অনূর্ধ্ব-১৯ দলের কাছ থেকে অনেক কিছুই শেখার দেখছেন মুমিনুল হক। ফাইল ছবি
অনূর্ধ্ব-১৯ দলের কাছ থেকে অনেক কিছুই শেখার দেখছেন মুমিনুল হক। ফাইল ছবি
>

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষেই বাংলাদেশ দলের খেলোয়াড়েরা বসে যান টিভির সামনে। রাওয়ালপিন্ডি টেস্টের দুঃখ ভুলে হোটেল রুমে বসে তাঁরা আনন্দে ভেসেছেন ছোটদের সাফল্যে

মিশ্র এক অনুভূতি হচ্ছে মুমিনুলদের। রাওয়ালপিন্ডি টেস্ট হেরেছেন ইনিংস ও ৪৪ রানে। বাজেভাবে টেস্ট হারের কষ্টের মধ্যে তাঁদের আবার অভিনন্দনবার্তা জানাচ্ছে পাকিস্তানিরা। কাল ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। কাষ্ঠ হাসিতে মুমিনুলদের পাকিস্তানিদের বলতে হচ্ছে ‘ধন্যবাদ’।

বাংলাদেশ এক বছর টানা হেরে চলেছে টেস্ট। ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়ের পর ক্রিকেটের বড় সংস্করণে কীভাবে ভালো করতে হয়, সেটিই যেন ভুলে গেছে তারা। গত বছর টানা পাঁচ টেস্টে হার, এ বছরও শুরু হলো হার দিয়ে—সাদা পোশাকে মুমিনুলরা যেন হারতে হারতে হাঁপিয়েই উঠেছেন।

কাল যুব বিশ্বকাপের ফাইনালে আকবর আলীরা কী নখ কামড়ানো উত্তেজনার মধ্যে ম্যাচটা নিজেদের করে নিলেন, কীভাবে ধৈর্য দেখালেন, কীভাবে পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা দেখিয়ে বাংলাদেশ যুবারা শিরোপা জিতলেন—এ থেকে অনেক কিছু শেখার দেখছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ‘জুনিয়র, সিনিয়র দল নয়, সব জায়গা থেকেই শিখতে পারেন। তারা আমাদের এটা বুঝিয়েছে, কীভাবে বড় সাফল্য পেতে হয়।’

আকবররা শিরোপা জিতে পুরো বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছেন। দেশের ক্রীড়া ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছেন। এই সাফল্যের পর তাঁদের অভীষ্ট লক্ষ্যই এখন জাতীয় দলে খেলা। বাংলাদেশ দলে আসার আগেই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা, তাতে ভীষণ আশাবাদী হয়ে উঠছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ‘যারা এই দলে খেলেছে, তারা সাফল্য পেতে ভীষণ ক্ষুধার্ত ছিল। দুই বছর ধরে দলের সবাই একসঙ্গে ছিল। একজন আরেকজনকে জানা, ভালো যোগাযোগ, একে অপরের ওপর আস্থা রাখা, কাল যেভাবে একজন আরেকজনকে উৎসাহ দিচ্ছিল, প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাচ্ছিল, এসব ভালো ভালো দিক ছিল। এটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এটির চেয়ে বড় অর্জন এই মুহূর্তে হতে পারে না। ওদের অভিনন্দন জানাতেই হয়। আশা করি এই বিশ্বকাপে খেলা ছয়-সাতজন খেলোয়াড় পাব আমরা, যারা বাংলাদেশ দলকে এগিয়ে নেবে ভবিষ্যতে।’