বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নিয়ে এতটাই মুগ্ধ পাকিস্তান

বিশ্বজয়ের আনন্দে দিগ্‌বিদিক ছোটাছুটি। হাতে পতাকা নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা ঘুরে বেড়ালেন পুরো মাঠ। পচেফস্ট্রুমের গ্যালারিতে কাল বাংলাদেশকে সমর্থন দিতে দর্শক ছিলেন অনেক, এই ‘ল্যাপ অব অনার’ তাঁদেরও বুক ভরিয়ে দিয়েছে গর্বে।  ছবি: এএফপি
বিশ্বজয়ের আনন্দে দিগ্‌বিদিক ছোটাছুটি। হাতে পতাকা নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা ঘুরে বেড়ালেন পুরো মাঠ। পচেফস্ট্রুমের গ্যালারিতে কাল বাংলাদেশকে সমর্থন দিতে দর্শক ছিলেন অনেক, এই ‘ল্যাপ অব অনার’ তাঁদেরও বুক ভরিয়ে দিয়েছে গর্বে। ছবি: এএফপি
>বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জেতায় বেশ খুশি পাকিস্তানিরা। কিন্তু কেন?

সকালে রাওয়ালপিন্ডি প্রেসবক্সে ধারাভাষ্যকর বাজিদ খানের সঙ্গে দেখা হতেই মনে করিয়ে দেওয়া হলো তাঁর কথাটা। কাল ফাইনালের আগে তিনি বলেছিলেন, ‘যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ৪০ শতাংশ।’ পরে সেটা তো পরিণত হলো ১০০ শতাংশে। এখন কী বলবেন? বাজিদ হাসেন, ‘কিছু কিছু ভুল বড় আনন্দময়!’

বাংলাদেশ যুব বিশ্বকাপের শিরোপা জেতায় পাকিস্তানিরা কতটা খুশি সেটি কাল থেকে বেশ টের পাওয়া যাচ্ছিল। বাংলাদেশ যুবারা যখন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে ১৭৭ রানে বেঁধে ফেলে, রাওয়ালপিন্ডি টেস্টে রেখে সবার মনোযোগ চলে যায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের। বার্তা সংস্থা এএফপিতে কর্মরত পাকিস্তানের সিনিয়র সাংবাদিক শাহেদ হাশমি নিজের আসন থেকে উঠে এসে এই প্রতিবেদককে বলে গেলেন, ‘কাল কিন্তু মিষ্টি আনতে হবে প্রেসবক্সে!’ অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে নিজেই উত্তর দেন, ‘আরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিততে যাচ্ছে।’

অনুমান মিলে গেলে আলাদা আনন্দ কাজ করে মনে। সকালে প্রেসবক্সে হাশমির মুখেও ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ার আনন্দ, ‘ভুল বলেছি? এই জয় তাদের পাওনা ছিল। অসংখ্যবার আমি বাংলাদেশে গেছি। দেখেছি সেখানকার মানুষ ক্রিকেট নিয়ে কতটা পাগল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই সাফল্য নিঃসন্দেহে দেশটির ক্রিকেটকে আরও এগিয়ে নেবে।’

শুধু হাশমি কেন, প্রেসবক্সে আসা প্রায় সব সাংবাদিকই অবলীলায় বলছেন, ‘আমরা কাল বাংলাদেশকে সমর্থন দিয়েছি।’ পাকিস্তানিরা যে ভারতকে সমর্থন দেবে না, সেটি নতুন করে বলার উপায় নেই। জিও টিভির হুসানি সৈয়দ যেমন বললেন, ‘পাকিস্তান যেহেতু উঠতে পারেনি ফাইনালে, আমরা সবাই মনেপ্রাণে চেয়েছি বাংলাদেশই শিরোপা জিতুক। তাদের একটা বড় সাফল্য এই মুহূর্তে খুব দরকার।’
শুধু সাংবাদিকেরাই নন, পাকিস্তান টেস্ট অধিনায়ক আজহার আলী পর্যন্ত সংবাদ সম্মেলনে নিজ থেকে আকবর আলীদের অভিনন্দন জানিয়ে গেলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন, তারা চ্যাম্পিয়ন হয়েছে কাল। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন। এই সাফল্য বলে দেয় তাঁদের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ আছে।’

সকালে স্টেডিয়ামে আসার পথে মাইক্রোবাসে হঠাৎ চিৎকার দিয়ে উঠলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া বিভাগে কর্মরত শাকিল খান, ‘আজ দুপুরে পার্টি হবে! বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, সেটির উপলক্ষে।’ রসিকতা করেই তিনি পার্টির কথা বলেছিলেন। পরে দেখা গেল সত্যি একটা কেক নিয়ে হাজির শাকিল। রাওয়ালপিন্ডি টেস্ট বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৪৪ রানে। এই পরিস্থিতিতে কি আর আনন্দের কেক কাটা যায়! তবে এই মুহূর্ত পাকিস্তানিরা ভীষণ খুশি, কাল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত হেরেছে বাংলাদেশের কাছে।