বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, আগেই বলেছিলেন ভারতীয় সাংবাদিক

আকবরের সঙ্গে তোলা এই ছবিটা টুইট করেছেন শ্রেষ্ঠ। ছবি: টুইটার
আকবরের সঙ্গে তোলা এই ছবিটা টুইট করেছেন শ্রেষ্ঠ। ছবি: টুইটার

সাফল্য কিংবা ব্যর্থতার কোনো খবরের পরই কেউ না কেউ দাবি করেন, তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এমন কিছু ঘটবে। গতকাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে বাংলাদেশের এমন সাফল্যের পর চমকে গেছেন অনেকেই। আবার অনেকেই বলেছেন, বাংলাদেশ যে এমন সাফল্য পেতে পারে, সেটা আগেই টের পাওয়া যাচ্ছিল। এমনই একজন ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদক শ্রেষ্ঠ শাহ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলেন শ্রেষ্ঠ। যুব বিশ্বকাপে বাংলাদেশের বিশ্বজয়ের পর টুইটারে একটি পোস্ট করেছেন। বাংলাদেশের অধিনায়ক আকবর আলীর সঙ্গে ট্রফিসহ ছবি দিয়েছেন। আর সে সঙ্গে লিখে দিয়েছেন, ‘সবকিছু শুরু হওয়ার আগেই বলেছিলাম ওরা জিতবে। অথবা বলা ভালো আমি আশা করছিলাম ওরা জিতুক, আর এ কারণেই এই ভবিষ্যদ্বাণী।’

বাঙালি এই সাংবাদিক বাংলাদেশের জয় আশা করলেও ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ তাঁর আনন্দ একটু কমিয়ে দিয়েছে। ভারত বাদে অন্য কোনো দলের সঙ্গে ফাইনালে খেললেই আয়েশ করে বাংলাদেশকে সমর্থন দিতে পারতেন শ্রেষ্ঠ, ‘যদিও ভারতের বিপক্ষে এমন কিছু না হলেই ভালো লাগত। কিন্তু একই ভাষাতে কথা বলে এমন একটা দলকে চুপচাপ সমর্থন দেওয়ার অনুভূতিই অন্য রকম। দারুণ খেলেছ, বাংলাদেশ!’

জেতার পর বলাই যায়, ‘আগেই বলেছিলাম।’ শ্রেষ্ঠ শাহ কি আসলেই বাংলাদেশকে নিয়ে আশা দেখছিলেন? এটা জানতে হলে বিশ্বকাপ শুরুর আগে শ্রেষ্ঠ শাহর প্রিভিওতে যেতে হচ্ছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সম্পর্কে সবাইকে অবগত করার জন্য একটি গাইডলাইন দিয়েছেন শ্রেষ্ঠ। সেখানেই এ টুর্নামেন্টের ফেবারিট কারা—এ প্রসঙ্গে শ্রেষ্ঠ লিখেছেন, ‘চারবারের চ্যাম্পিয়ন ভারতই ফেবারিট হিসেবে শুরু করবে। কিন্তু বাংলাদেশকে নজরে রাখা উচিত। বিশ্বকাপে যারা অংশ নিচ্ছে তাদের মধ্যে গত এক বছরে জয়ের হারে সবচেয়ে এগিয়ে আছে তারা। আফগানিস্তানেরও অত দূর যাওয়ার সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অভিজ্ঞ কোচিং স্টাফ দল দুটিকেও এগিয়ে রাখবে।’