পাকিস্তান থেকে আগেভাগেই দেশে ফিরছেন তামিমরা

আজই ফিরছে বাংলাদেশ দলের একাংশ। ছবি: এএফপি
আজই ফিরছে বাংলাদেশ দলের একাংশ। ছবি: এএফপি

সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল এখন মাঠে থাকত। আর বল হাতে ঘাম ঝরাতেন ইবাদত ও রুবেল হোসেনরা। কিন্তু রাওয়ালপিন্ডি টেস্ট চতুর্থ দিনের সকালেই শেষ করে ফেলেছে বাংলাদেশ। কোনোমতে প্রথম ঘণ্টা পার করেই হেরে গেছে ইনিংস ও ৪৪ রানে। দেড় দিন আগেই তাই ব্যাগ গোছানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ দল।

শুধু ব্যাগই গোছায়নি দল, নির্ধারিত সময়ের এক দিন আগেই দেশে ফিরে আসছে বাংলাদেশ দলের একাংশ। প্রাথমিকভাবে আজ রাতের ফ্লাইটে পাকিস্তান ছাড়ার কথা ছিল দলের। কিন্তু এক দিন আগেই, বিশেষ করে সকালেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশের দলের অধিকাংশ খেলোয়াড়ই আর পাকিস্তানে থাকেননি। কালকের রাতের রাতের ফ্লাইটেই চলে এসেছেন অনেকে। আজ বিকেল সাড়ে চারটা নাগাদ বাংলাদেশে পৌঁছানোর কথা দলের।

দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামের সুবাদে জানা গেছে, দলের সঙ্গে থাকা মাত্র চারজন খেলোয়াড় আজ রাতের ফ্লাইটে আসবেন। মজার ব্যাপার, এ চারজনই কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টে বোলিংয়ের দায়িত্বে ছিলেন। তাইজুল ইসলাম, রুবেল হোসেন, ইবাদত হোসেন ও আবু জায়েদই শুধু পূর্বনির্ধারিত ফ্লাইটে দেশে ফিরবেন কাল।