হলো কী বুমরার

নিউজিল্যান্ডের বিপক্ষে বুমরার ফর্ম ভাবাবে ভারতকে। ছবি: এএফপি
নিউজিল্যান্ডের বিপক্ষে বুমরার ফর্ম ভাবাবে ভারতকে। ছবি: এএফপি
>ভারতের হয়ে ওয়ানডে খেলা শুরু করার পর এই প্রথমবারের মতো কোনো সিরিজে একটি উইকেটও পাননি জাশপ্রীত বুমরা

চোট থেকে ফিরে এসে হলোটা কী যশপ্রীত বুমরার? নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের ভরাডুবির মধ্যে চরমভাবে ব্যর্থ এই ফাস্ট বোলারও। ১৯৮৮–৮৯ সালের পর এই প্রথমবারের মতো ভারত কোনো তিন বা তিনের বেশি ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে। আর ২০১৬ সালে অভিষেকের পর এ সিরিজেই প্রথম উইকেটশূন্য বুমরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজও খুব ভালো যায়নি। বুমরাকে ঠিক চেনা ছন্দে দেখা যায়নি। তারপরও ৫ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন। কিন্তু ওয়ানডে সিরিজের তিন ম্যাচে কোটার ৩০ ওভার করেও তাঁর একটিও উইকেট না পাওয়া ভাবিয়ে তুলতে পারে ভারতকে। পিঠের চোটে পড়ে মাঝখানে বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন তিনি।
ওয়ানডে সিরিজে ১৬৭ রান দিয়েছেন তিনি তিন ম্যাচে। ওভারপ্রতি রান দিয়েছেন ৫.৫৬ করে। প্রথম ম্যাচে ১০ ওভারে দেন ৫৩, দ্বিতীয় ম্যাচে ৬৪। তৃতীয় ম্যাচেও দিয়েছেন ৫০ রান। দ্বিতীয় ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন তিনি।
টেস্ট সিরিজ শুরুর আগে কোহলির সঙ্গে বুমরার ফর্মও ভারতের জন্য বড় চিন্তা হয়ে রইল।