স্পেন ফুটবলের হর্তাকর্তা হতে চান ক্যাসিয়াস

ইকার ক্যাসিয়াস। ছবি : এএফপি
ইকার ক্যাসিয়াস। ছবি : এএফপি
>

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নির্বাচন সামনেই। সেখানে সভাপতি পদে বর্তমান সভাপতি লুই রুবিয়ালেসের বিপক্ষে দাঁড়াবেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক গোলরক্ষক ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ইকার ক্যাসিয়াস, এমনটাই শোনা যাচ্ছে

ফুটবলের ক্ষেত্রে সাবেক কিংবদন্তি খেলোয়াড়ের বোর্ডপ্রধান হওয়ার নজির তেমন নেই। ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেনের মতো বড় বড় ফুটবল খেলুড়ে কখনো তাঁদের ফেডারেশনের সভাপতি হিসেবে সাবেক কোনো তারকাকে পায়নি। বাংলাদেশ আবার সে পথ অনুসরণ করেনি। এক যুগ ধরে দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার কাজী সালাউদ্দিনই আছেন দেশীয় ফুটবলের হর্তাকর্তা হিসেবে। সালাউদ্দিনের মতোই এখন স্পেন ফুটবলের প্রধান হতে নির্বাচনে দাঁড়াচ্ছেন ইউরো ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস।

জানা গেছে, সাবেক স্পেন ও রিয়াল মাদ্রিদ তারকার প্রতিপক্ষ বর্তমান সভাপতি লুই রুবিয়ালেস। তর্কাতীতভাবে স্পেন ফুটবলের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা এই গোলরক্ষক অবশ্য এখনো ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় জানাননি। তবে নির্বাচনে তিনি দাঁড়াবেন গ্লাভসজোড়া তুলে রেখেই। নিজের নির্বাচন করার সিদ্ধান্তের কথা এরই মধ্যে নাকি স্পেনের জাতীয় ক্রীড়া কাউন্সিলকে জানিয়ে দিয়েছেন তিনি।

মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম মার্কা এর মধ্যেই অনলাইনে ভোটাভুটি শুরু করে দিয়েছে ক্যাসিয়াসের জনপ্রিয়তা যাচাই করার জন্য। যেখানে দেখা গেছে, ভোট প্রদানকারীদের মধ্যে ৯৪ শতাংশই চান ফেডারেশনের সভাপতি হিসেবে ক্যাসিয়াস আসুন। খবরটা ক্যাসিয়াস নিজে পড়েছেন কি না কে জানে। যদি পড়ে থাকেন, তবে এই তারকার মুখের হাসি চওড়া হওয়ার কথা। এরই মধ্যে নিজের সাবেক সতীর্থদের সঙ্গে দেখা করছেন এই কিংবদন্তি। লক্ষ্য নির্বাচনী প্রচারণার সময় যেন তাঁরা পাশে থাকেন।

রিয়াল মাদ্রিদের মূল দলে ষোলো বছর খেলেছেন। সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ৭২৫ টা। ২০১৫-১৬ মৌসুমে পোর্তোতে যোগ দেওয়ার পর খেলেছেন ১৫৬টি ম্যাচ। স্পেন জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা তারকা তিনিই। খেলেছেন ১৬৭ ম্যাচ। খেলোয়াড়ি অর্জনের ভান্ডার পরিপূর্ণ। এখন সংগঠক হিসেবে অর্জনের পালা তাঁর!