যুবাদের বরণে প্রস্তুত সবাই

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বরণ করে নিতে বিসিবি করেছে নানা আয়োজন। ছবি: আইসিসি
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বরণ করে নিতে বিসিবি করেছে নানা আয়োজন। ছবি: আইসিসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলকে বরণ করে নিতে কোনো কার্পণ্য করছে না। আজ বিকেলে ৪.৫৫ মিনিটে ঢাকায় পা রাখবে আকবর আলীর দল। ইতিমধ্যে জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে ঢাকার পথ ধরেছে দলটি। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ক্রিকেটারদের দলকে বরণ করে নেবেন ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান। সঙ্গে থাকবে বোর্ড পরিচালকেরা। সেখান থেকে ক্রিকেটারদের নিয়ে আসা হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
বিমানবন্দর থেকে মিরপুর আনতে ক্রিকেটারদের জন্য বিশেষ বাস রাখা হয়েছে। লাল সবুজে মোড়ানো বাসটি সাজানো হয়েছে আকবর, মাহমুদুল, শরিফুলদের ছবি দিয়ে।
এ ছাড়া যুবাদের জন্য গতকালই পুরো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সাজানো হয়েছে রঙিন করে। মিরপুরে পৌঁছে ক্রিকেটাররা সংবাদ সম্মেলন ও বোর্ড প্রধানের সঙ্গে নৈশভোজ করবে। কাল সকাল তারা ফিরে যাবেন যে যার পরিবারের কাছে।