মেয়েদের পটাতে গিয়ে খেসারত দিচ্ছেন রাসেল

আন্দ্রে রাসেল। খেলেছেন সর্বশেষ বিপিএলে। ছবি: প্রথম আলো
আন্দ্রে রাসেল। খেলেছেন সর্বশেষ বিপিএলে। ছবি: প্রথম আলো
>মেয়েদের কাছে নিজেকে দারুণভাবে উপস্থাপনা করতে শরীরের উপরিভাগকে গড়ে পিটে আকর্ষণীয় বানিয়েছেন আন্দ্রে রাসেল। তবে এ জন্য খেসারত দিতে হচ্ছে এই ক্যারিবীয় অলরাউন্ডারকে

ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যে কী যেন আছে! শরীরী ভাষায় ‘টাফ গাই’সুলভ একটা ব্যাপার থাকে। আন্দ্রে রাসেলকে দেখলেও তেমনই লাগে। ‘মোহাক’ চুলের ছাঁটের সঙ্গে শক্তপোক্ত গড়নের শরীর। খেলেও থাকেন খুনে মেজাজে। টি-টোয়েন্টিতে সবচেয়ে বিপজ্জনক ক্রিকেটারদের একজন। অথচ এই ক্রিকেটারই কি না মেয়েদের পটাতে গিয়ে নিজের হাঁটুর ক্ষতি করে বসলেন!

দুবাইয়ে জুরিখ ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টে নিমন্ত্রিত হয়েছেন রাসেল। সেখানে তরুণ ক্রিকেটারদের নানা পরামর্শ দিয়েছেন তিনি। এর মধ্যে নিজের জীবনের ঘটনাও ভাগ করে নিয়েছেন ক্রিকেটারদের সঙ্গে। তাঁকে অনুসরণ করা ক্রিকেটারদের উদ্দেশে রাসেল বলেন, ‘আরেকজন রাসেল হতে চাইলে আমি নিজের সঙ্গে যা করেছি সেটি কখনোই করা যাবে না।’

রাসেলের হাঁটুর চোট নতুন কিছু না। সর্বশেষ বিপিএলেও ভুগেছেন হাঁটুর চোটে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁকে খেলার মাঝে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা গেছে বহুবার। সেটি ওই হাঁটুর চোটের কারণেই। এ নিয়ে ৩১ বছর বয়সী অলরাউন্ডার বলেন, ‘২৩-২৪ বছর বয়সে প্রথম হাঁটুতে ব্যথা শুরু হয়। সামান্য কিছু ব্যায়াম করে হাঁটু শক্ত করা উচিত—তখন এ কথা বলার মতো কেউ ছিল না। ২৩ বছরের সেই দুরন্ত বয়সে তখন ব্যথাকে পাত্তা দিইনি। বড়জোর ব্যথানাশক ট্যাবলেট খেয়ে দৌড়েছি। কিন্তু ত্রিশের কাছাকাছি আসতে হাঁটুর ব্যথা তীব্র হতে থাকে। অথচ আমি যদি পায়ের ব্যায়াম করে হাঁটু শক্ত করতাম তাহলে ব্যথাটা হতো না।’

ক্যারিয়ারের শুরুতে কেন হাঁটুর যত্ন নেননি সে কথাও বলেছেন রাসেল। নিজের কথা বলে তরুণদের তা অনুসরণ করতে নিষেধ করলেন এ তারকা ক্রিকেটার, ‘তরুণদের বলতে চাই, শুধু শরীরের ওপরের অংশ নিয়ে ভেবো না। তখন (ক্যারিয়ারের শুরুতে) জিমে যেতাম, শুধু হাতের পেশি ও কাঁধ নিয়ে কাজ করতাম। কারণ মেয়েদের কাছে নিজেকে মোহনীয় করে তোলার ইচ্ছা ছিল। শেষ পর্যন্ত মোহনীয় হয়েছি বটে কিন্তু হাঁটু দুর্বল হয়ে পড়ল। তাই সবার উচিত শরীরের পুরো অংশ নিয়ে কাজ করা। নিজের পা দুটো কাজ করলে আমি আরও অবিশ্বাস্য পারফর্ম করতে পারতাম।’

রাসেল জানালেন, হাঁটুর এই চোটের কারণে মাঠে তিনি ইচ্ছা থাকলেও অনেক কিছুই করতে পারেন না। তবে হাঁটুর চোট নিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটকে রাসেল যা দিয়েছেন তা সত্যিই অবিশ্বাস্য।