ভালোবাসা দিবসে কক্সবাজারে বিপাকে মুশফিক-মোস্তাফিজরা

ভালোবাসা দিবসে কক্সবাজারে বিপাকে মুশফিক–মোস্তাফিজরা
ভালোবাসা দিবসে কক্সবাজারে বিপাকে মুশফিক–মোস্তাফিজরা

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড খেলতে চারটি দলই এখন কক্সবাজারে। আগামীকাল থেকে শুরু তৃতীয় রাউন্ডে ভালোই বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। একই দিনে ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন হওয়ায় কক্সবাজারের হোটেলগুলো এখন ‘ঠাঁই নাই ঠাঁই নাই’ অবস্থা!

এই মুহূর্তে পর্যটকে গিজগিজ করছে কক্সবাজার। এর মধ্যে বিসিএল খেলতে গিয়ে ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল পড়েছে আবাসন সংকটে। প্রত্যাশানুযায়ী ভালো হোটেল পায়নি দল দুটি। হোটেল-সংকট নিয়ে ওয়ালটনের ম্যানেজার মিলটন আহমেদ বললেন, ‘আমরা কোনো হোটেল পাচ্ছিলাম না। আমরা যেখানে আছি, সেখান থেকে আবার কাল হোটেল বদলাতে হবে, অথচ তখন আমাদের খেলা। এমন একটা অবস্থায় আছি আমরা। ভালোবাসা দিবস উপলক্ষে সব আগে থেকে বুক করা। বিসিবিকে বলেছি, খেলা হয়তো অন্য ভেন্যুতে নেন, নয়তো হোটেলের ব্যবস্থা করে দেন তখন। বিসিবি এই হোটেল ঠিক করে দিয়েছে। এখানে আবার শর্ত হচ্ছে, কাল ও পরশু আমাদের অন্য হোটেলে থাকতে হবে। ক্রিকেটাররা এটা নিয়ে খুবই বিরক্ত।’

পূর্বাঞ্চলের ম্যানেজার হাসিবুল হোসেন জানালেন, তাঁরাও কোনোভাবে একটা ব্যবস্থা করে নিয়েছেন, ‘ভালোবাসা দিবস হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। আমরা বাধ্য হয়ে একটু দূরের একটা হোটেলে গিয়েছি। বর্তমান হোটেলটা খারাপ নয়, তবে একটু দূর এই যা!’

ভালোবাসা দিবস কিংবা পয়লা ফাল্গুনের মতো বিশেষ দিবসে কক্সবাজারে যে হোটেল সংকট তৈরি হবে, সেটি নতুন কিছু নয়। প্রশ্ন হচ্ছে, এমন সময়ে বিসিবিই বা কেন সেখানে ম্যাচের আয়োজন করেছে কিংবা ভেন্যু যেহেতু আগে থেকেই জানা, প্রতিটি দলের ম্যানেজমেন্ট কেন বিষয়টি নিয়ে ভাবেনি? যেটিই হোক, আপাতত এই সমস্যা মেনে নিয়েই মুশফিক-মোস্তাফিজদের খেলতে হবে। পাকিস্তান সফরের টেস্ট দলে থাকা সাইফ হাসান, নাঈম হাসান ও নাজমুল হোসেন শুধু বিসিএলের এই রাউন্ডটা খেলছেন। চোট কাটিয়ে ফিরছেন মেহেদী হাসান মিরাজ ও সাইফউদ্দিন।