শচীনের পোস্টে গাঙ্গুলীর খোঁচা

মেলবোর্নে ছুটিটা ভালোই কাটছে টেন্ডুলকারের। ছবি: ইনস্টাগ্রাম
মেলবোর্নে ছুটিটা ভালোই কাটছে টেন্ডুলকারের। ছবি: ইনস্টাগ্রাম

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের নিয়ে এই এক জ্বালা! ভালো একটা ছবি দিলেন, তাতে হয়তো দেখা গেল প্রাণপ্রিয় বন্ধু এসে খোঁচা মেরে কোনো মন্তব্য করে চলে গেল। শচীন টেন্ডুলকারের এখন বুঝি সেই অভিজ্ঞতাই হচ্ছে।

সুন্দর একটা ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি, ভক্তরা সেই ছবিতে ভালোবাসার বৃষ্টি ঝরিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে একটা মন্তব্য এল পরিচিত একটা নামের—২২ গজে এক সময়ে দারুণ সফল অনেক জুটিতে টেন্ডুলকারের সঙ্গী, ভারতের কিংবদন্তি অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী। টেন্ডুলকারের ছবিতে খোঁচা মারার লোভটা যেন সামলাতেই পারলেন না! 

টেন্ডুলকার ছবিটা দিয়েছেন মেলবোর্ন থেকে। মেলবোর্নে কাজেই গিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত দাতব্য ক্রিকেট ম্যাচ হয়েছে কদিন আগে, সেটির অংশ ছিলেন টেন্ডুলকার। কাজ সফলভাবেই শেষ, এখন ছুটি কাটাচ্ছেন। সেখানেই পার্কের বেঞ্চে বসে বেশ কেতাদুরস্ত ভঙ্গিতে ছবিটা তুলেছেন টেন্ডুলকার। ইনস্টাগ্রামেও ছবিটা দিয়েছেন। অন্য দিকে একটু ওপরে তাকিয়ে থাকা ভারতীয় কিংবদন্তি ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘রোদ পোহাচ্ছি।’

সেই ছবিতে ভক্তদের ভালোবাসা মিলেছে। টেন্ডুলকারের সাবেক ভারত সতীর্থ হরভজন সিংও এসে লিখেছেন, ‘পরের ছক্কাটা কোথায় পাঠাবেন, সেটিই বুঝি ভাবছেন ভাই?’ কিন্তু গাঙ্গুলীর এক মন্তব্যে বাকি সব আড়ালে। টেন্ডুলকারের পোস্টের নিচে ‘দাদা’ লিখেছেন, ‘কিছু মানুষের কপালই কী ভালো! কাটাও, ছুটি কাটাও!’ সঙ্গে কান্নার ইমোজি। ইঙ্গিতটা এই, বিসিসিআই সভাপতি হয়ে তাঁর যেখানে শত ব্যস্ততায় দিন কাটছে, টেন্ডুলকার সেখানে মেলবোর্নে রৌদ্রোজ্জ্বল সকালে বেশ আরাম করছেন! সেটি নিয়েই মজা। টেন্ডুলকার আবার গাঙ্গুলীর মন্তব্যের জবাবে লিখেছেন, ‘ছুটিটা কাজে লেগেছে, দাদা! (দাতব্য ক্রিকেট ম্যাচ থেকে) ১ কোটি ডলার তুলেছি আমরা।’