পাকিস্তানের মাটিতে প্রথম পিএসএল - কবে, কোন তারকারা খেলছেন

পাকিস্তান প্রিমিয়ার লিগ এবার পাকিস্তানের মাটিতে। ছবি: ফেসবুক।
পাকিস্তান প্রিমিয়ার লিগ এবার পাকিস্তানের মাটিতে। ছবি: ফেসবুক।

এই প্রথম হয়তো পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগটাকে ‘আপন’ মনে হবে পাকিস্তানের মানুষের!

নিজেদের টুর্নামেন্ট নিজেদের উঠোনে না হলে সেটিকে কি আর আপন মনে হয়? এত দিন পাকিস্তানের মানুষের হয়তো তেমনই মনে হয়েছে। নামে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), কিন্তু দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে অনেক ঝামেলা আছে বলে টুর্নামেন্টটার আগের চার আসরের প্রতিটিই হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। শুধু গতবার কয়েকটি ম্যাচ হয়েছে পাকিস্তানের করাচিতে, এর আগের বার ফাইনালটিও হয়েছিল সেখানেই।

তবে এবার পরিস্থিতি বদলাচ্ছে। এবারই প্রথম পাকিস্তানের মাটিতেই হবে পুরো পিএসএল। ২০ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট, চলবে ২২ মার্চ পর্যন্ত। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতান—এই চারটি শহরে হবে ম্যাচগুলো। দল ছয়টি — ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। গ্রুপে ৩০টি ম্যাচের পর ফাইনাল পর্যন্ত নকআউট পর্বে ম্যাচ ৪টি—মোট ৩৪টি ম্যাচের টুর্নামেন্ট।

গত কয়েক বছরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো দলগুলো পাকিস্তান সফরে যাওয়ায় দেশটির আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের দাবি বেড়েছে। এই দলগুলোর বাইরে অনেক তারকাদের নিয়ে গড়া বিশ্ব একাদশ তিনটি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তানে। ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ১২ জনের একটি দল চারটি প্রীতি ম্যাচ খেলতে এই মুহূর্তে আছে পাকিস্তান সফরে, যে দলের অধিনায়ক এমসিসি সভাপতি ও শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। পিএসএল নিজেদের মাটিতে আয়োজনের সাহস তাই করতেই পারে পাকিস্তান।

পাকিস্তানে আয়োজন বলে টুর্নামেন্টে তারকার কমতি কিন্তু কম নেই। কোন কোন তারকা কোন কোন দলে আছেন, তা দেখে দিন—

ইসলামাবাদ ইউনাইটেড: শাদাব খান (অধিনায়ক), ডেল স্টেইন, কলিন ইনগ্রাম, কলিন মানরো, লুক রঙ্কি, রেসি ফন ডার ডুসেন, ফাহিম আশরাফ, আসিফ আলী।

করাচি কিংস: ইমাদ ওয়াসিম (অধিনায়ক), বাবর আজম, অ্যালেক্স হেলস, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস জর্ডান, মোহাম্মদ আমির, লিয়াম প্লাঙ্কেট।

লাহোর কালান্দার্স: ক্রিস লিন, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, সেকুগে প্রসন্ন, সালমান বাট, শাহিন আফ্রিদি, লেন্ডল সিমন্স, ডেভিড ভিসে।

মুলতান সুলতানস: শান মাসুদ (অধিনায়ক), মঈন আলী, রাইলি রুশো, জেমস ভিন্স, শহীদ আফ্রিদি, ফাবিয়েন অ্যালেন, রবি বোপারা, ইমরান তাহির, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীর।

পেশোয়ার জালমি: ড্যারেন স্যামি (অধিনায়ক), কাইরান পোলার্ড, লিয়াম ডসন, ডোয়াইন প্রিটোরিয়াস, হাসান আলী, ইমাম-উল-হক, লিয়াম লিভিংস্টোন, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: সরফরাজ আহমেদ (অধিনায়ক), শেন ওয়াটসন, জেসন রয়, আহমেদ শেহজাদ, বেন কাটিং, টাইমাল মিলস, কিমো পল, মোহাম্মদ হাসনাইন।