এমবাপ্পেকে দেখে শিখছেন হরলান্ড

ডর্টমুন্ডে গিয়েও গোলবন্যা ছুটিয়ে চলেছেন হরলান্ড। ছবি : বরুশিয়া ডর্টমুন্ডের টুইটার অ্যাকাউন্ট
ডর্টমুন্ডে গিয়েও গোলবন্যা ছুটিয়ে চলেছেন হরলান্ড। ছবি : বরুশিয়া ডর্টমুন্ডের টুইটার অ্যাকাউন্ট
>

সালজবুর্গ থেকে ডর্টমুন্ড—নরওয়ের তরুণ স্ট্রাইকার আর্লিং ব্রট হরলান্ডের গোল উৎসব চলছেই। এমন গোল-ফোয়ারার রহস্য কী? হরলান্ড খোলাসা করেছেন সেটা

গতকালও গোল পেয়েছেন আর্লিং ব্রট হরলান্ড। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জার্মান বুন্দেসলিগায় ৪-০ গোলে জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। দলের চার গোলের একটি হরলান্ডের।

এই জানুয়ারিতেই অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালজবুর্গ থেকে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়া হরলান্ড জার্মান লিগে পাঁচ ম্যাচ খেলে আট গোল করে ফেললেন, অ্যাসিস্ট একটি। ওদিকে চ্যাম্পিয়নস লিগে কয়েক মাস আগে সালজবুর্গের হয়ে যে কী কী করেছেন, তা তো সবাই দেখেছেই। ফলে, এই মৌসুমে পাদপ্রদীপের আলোয় আসা হরলান্ড নিজের সম্পর্কে একটা ধারণা পরিষ্কার করে দিয়েছেন যে, গোল করায় তাঁর কোনো অরুচি নেই! তরুণ স্ট্রাইকার হিসেবে এর মধ্যেই হরলান্ডের সঙ্গে পিএসজির কিলিয়ান এমবাপ্পের তুলনা শুরু হয়ে গিয়েছে। যদিও এমবাপ্পের সঙ্গে তুলনীয় হতে নয়, বরং তাঁর কাছ থেকে শিখতেই বেশি আগ্রহ হরলান্ডের।

এমবাপ্পের কাহিনিটাও অনেকটা হরলান্ডের মতোই। হরলান্ড যেমন সালজবুর্গে আলো ছড়িয়ে এখন ডর্টমুন্ড মাতাচ্ছেন, মোনাকোর হয়ে প্রথম মৌসুমে আলো ছড়ানোর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এমবাপ্পেকেও। এখন খেলছেন পিএসজিতে। একের পর এক গোল করে যাচ্ছেন। অনেকের মতে মেসি-রোনালদোর পর ফুটবল বিশ্বের অধিপতি কেউ হতে পারলে সেটা হবেন এমবাপ্পে। ফরাসি স্ট্রাইকারের ক্রমাগত এই উন্নতি দেখেই উদ্বুদ্ধ হচ্ছেন হরলান্ড, ‘আমি সব সময় নিজেকে বলেছি, আমাকে বিশ্বের সেরা খেলোয়াড় হতে হবে। আমার বয়স যখন আরও কম ছিল তখন থেকেই আমি জানতাম, আমি খেলোয়াড় হিসেবে ভালো। কিন্তু আমরা সবাই জানি, ভালোর কোনো শেষ নেই। আমাকে আরও অনেক পথ অতিক্রম করতে হবে। আমি যখন সালজবুর্গে ছিলাম, এভাবেই গোল করতাম। আমি আসলে কিলিয়ান এমবাপ্পেকে অনুসরণ করার চেষ্টা করি। দেখুন, ও ফরাসি লিগে গোলের পর গোল করে যাচ্ছে। ও-ই আমাকে শেখাচ্ছে, যে ফুটবলে চাইলেই ক্রমাগত উঁচুতে ওঠা যায়। ক্রমাগত উন্নতি করা যায়।’